বর্তমানে মূল্যবৃদ্ধির বাজারে জ্বালানি তেলের দাম অগ্নিমূল্য।প্রায়ই বেড়ে চলেছে জ্বালানি তেলের দাম।আর এর ফলে বর্তমানে মধ্যবিত্তের একমাত্র চাহিদা হয়ে দাঁড়িয়েছে একটি স্বল্পমূল্যের ইলেকট্রিক স্কুটার। তবে অনেক রকম কোম্পানি এই ধরনের স্কুটার বের করে ফেলায় গ্রাহকরা তাদের পছন্দ অনুযায়ী কম দাম এবং দুর্দান্ত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে স্কুটার কিনতে পাচ্ছেন। বর্তমানে আপনি একটি ইলেকট্রিক স্কুটার কিনতে চান তবে এই প্রতিবেদনটি আপনার জন্যই।এই প্রতিবেদনে আজ আমরা এমন একটি ইলেকট্রিক স্কুটার সম্পর্কে আপনাদের জানাতে চলেছি যার মূল বিশেষত্ব এই স্কুটার একবার ফুল চার্জ দিলে ১২১ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সক্ষম।
Ampere Magnus Ex ইলেকট্রিক স্কুটার আপনাকে এমন কিছু বিস্ময়কর ফির্চাস দিতে চলেছে যা আপনি কল্পনা করতে পারবেন না।সমস্ত অত্যাধুনিক বৈশিষ্ট্য থাকার পাশাপাশি এই স্কুটারে কিছু বিস্ময়কর ফির্চাস রেখেছে কোম্পানিটি। ০ থেকে ৫৫ কিলোমিটার গতিবেগ তুলতে এই স্কুটারটি মাত্র ১০ সেকেন্ড সময় নেয়। পাশাপাশি এই স্কুটারটি সর্বোচ্চ ৫৫ কিলোমিটার গতিবেগে ছুটতে সক্ষম।দামের ক্ষেত্রেও Ampere Magnus Ex চোখ ধাঁধানো অফার রেখেছে গ্রাহকদের জন্য।
শোরুম থেকে নগদ,৮৬৬৮৯ টাকা মূল্যে গাড়িটি কিনতে পারবেন। এই গাড়িটি কেনার জন্য ব্যাংক থেকে সর্বোচ্চ ৮২৬৮৯ টাকা ঋণ পেতে পারেন আপনি। অর্থাৎ মাত্র ৪০০০ টাকা ডাউন পেমেন্ট করে একটি ইলেকট্রিক স্কুটারের মালিক হতে পারেন চাইলেই। এরপর মাসিক ২৯৫২ টাকার EMI তে ৩৬ মাসে সমস্ত কিস্তি পরিশোধ করার সুযোগ পাবেন আপনি।বৈদ্যুতিক এই স্কুটারটি একটি ৬০V/২৮Ah ব্যাটারি প্যাক দিয়ে সজ্জিত। পাশাপাশি ১২০০ ওয়াট পাওয়ারের শক্তিশালী মোটর ব্যবহার করা হয়েছে Ampere Magnus Ex মডেলের স্কুটারে।