ট্রেন্ডিং নিউজটেক নিউজবিনোদনভাইরাললাইফ স্টাইলঅফবিট

সবুজ প্রকৃতির মাঝে লোকসংগীতের তালে অসাধারণ নাচলেন সুন্দরী যুবতীর, প্রশংসায় পঞ্চমুখ নেটদুনিয়া

Published on:

লোকসঙ্গীত, লোকনৃত্য বাংলার একেবারে নিজস্ব ঘরানা। এই গান আসলে বাংলার মাটির গান। প্রান্তিক অঞ্চলের লোকেদের মধ্যেই প্রথম এই গানের চর্চা ছিল। সমাজের উচ্চবিত্তরা এই গান, নাচ নিয়ে চর্চা করতেন না। তবে এখন সর্বত্রই লোকনৃত্য নিয়ে যথেষ্ট চর্চা চলে। এই বিষয়টি নিয়ে পড়াশোনার সুযোগও রয়েছে। এমনকি লোক সঙ্গীত, লোক নৃত্য বিষয়ে অনেকেই উচ্চ শিক্ষা লাভ করে থাকেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এখন তো আবার স্যোশাল মিডিয়ার যুগ। এখান থেকে বহু প্রতিভাবান মানুষ তাদের প্রতিভার যোগ্য মূল্য পেয়ে থাকেন। এমন অনেক মানুষ আছেন যারা অর্থের অভাবে ভালো জায়গায় সুযোগ না পেলেও এই স্যোশাল মিডিয়া তাদের সুযোগ করে দেয়। তেমনই আজকাল স্যোশাল মিডিয়ার মাধ্যমে বহু নাচের ভিডিও ভাইরাল হয়। তাই অনেকেই এই স্যোশাল মিডিয়াকে মাধ্যম বানিয়ে লোকসঙ্গীত ও লোকনৃত্যের চর্চা করে থাকেন।

Dance Girl2 1, সবুজ প্রকৃতির মাঝে লোকসংগীতের তালে অসাধারণ নাচলেন সুন্দরী যুবতীর প্রশংসায় পঞ্চমুখ নেটদুনিয়া, সবুজ প্রকৃতির মাঝে লোকসংগীতের তালে অসাধারণ নাচলেন সুন্দরী যুবতীর, প্রশংসায় পঞ্চমুখ নেটদুনিয়া

সম্প্রতি ভাইরাল (viral) হয়েছে একটি লোকনৃত্যের ভিডিও। যে ভিডিওটিতে একজন যুবতী লোকনৃত্যের তালে মন জয় করলেন দর্শকদের। ‘কালো ভ্রমর’ গানের সাথে অসাধারণ নৃত্য পরিবেশন করেছেন সুন্দরী যুবতী। যুবতীর পরনে কালো শাড়ি। তার সাথে মানানসই গয়না। যুবতীটির নাম মৌমিতা। খোলা ছাদে বাংলা লোকগীতির সাথে তাল মিলিয়ে নৃত্য পরিবেশন করেছেন যুবতীটি।

‘ডান্স স্টার মৌ’ (Dance star mou) নামক ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে। মৌমিতার নিজস্ব ইউটিউব চ্যানেল এটি। প্রায় ১৩ হাজার দর্শট এই ভিডিওটি দেখে ফেলেছেন। আর বহু মানুষ এই ভিডিওটিতে লাইক করেছেন। কমেন্ট বক্সে এসেছে প্রচুর কমেন্ট। সবাই যুবতীটির উজ্জ্বল ভবিষ্যতের কামনা করেছেন।

About Author
Tamalika Sengupta

বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।