সাপ আমরা কমবেশি সবাই ভয় পাই। আসলে সব সাপ বিষাক্ত নয়, কিন্তু সাপ দেখেই ভয় পেয়ে যান সবাই। বিষাক্ত সাপের কামড়ে অনেকসময় মৃত্যু অব্দি হয়। যদিও সাপের বিষ থেকেই অনেক রকমের ওষুধ ও তৈরি হয়। কিন্তু সাপ দেখে ভয় পায় কমবেশি প্রায় সকলেই। আর সাপ সহজে কাউকে কামড়ায়ও না, বরং সাপকে দেখেই ভয় পেয়ে যায় অনেকে। ভয় পেয়ে অনেক সময় হার্টফেল অব্দি করে ফেলেন অনেকে।
আবার দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ সাপকে পুজো করে থাকেন। দেবী মনসা রূপে সাপের পুজো করা হয়। দেবী মনসার অনেক মন্দির ও আছে। বছরের নির্দিষ্ট দিনে উপবাসও করা হয় এই কারণে। এমনকি শিব ঠাকুরের গলাতেও সাপ দেখা যায়।
সম্প্রতি ভাইরাল হয়েছে একটি সাপের একটি ভিডিও। যে ভিডিওতে দেখা যাচ্ছে মেঝের ওপরে একটি নীল রঙের জুতো রাখা আছে। সেই জুতো থেকেই মাথা তুলে আছে একটি বিশাল আকৃতির কোবরা সাপ (king cobra)। সাপটিকে দেখেই বোঝা যাচ্ছে সেটি অত্যন্ত ক্রুদ্ধ। তাই সাপটি ফনা তুলে রয়েছে।
Shocking video of cobra #snake in Mysore, Karnataka hiding inside the shoe.
#ViralVideo #Cobra #Rescued #Shoes #Karnataka pic.twitter.com/rJmVN5W1ne— Bharathirajan (@bharathircc) October 10, 2022
জুতোর মালিক ঘটনাটি দেখে ভয় পেয়ে সাপ উদ্ধারকারী কর্মীদের খবরও দিয়েছিলেন। ‘Bharathiranjan’ নামের এক ব্যক্তি টুইটারে এই ভিডিওটি আপলোড করেছেন। ঘটনাটি ঘটেছে কর্নাটকের মাইসোরে। এই ভিডিওটিও দেখে শিহরিত হয়ে উঠেছে দর্শকরা। ভিডিওটি ভাইরাল হয়েছে প্রচুর। ইতিমধ্যেই হাজার হাজার মানুষ দেখে নিয়েছেন। কমেন্ট বক্সে এসেছে কমেন্টের বন্যা।