Video Viral: আমাদের দেশে মৎস্যজীবী মানুষের সংখ্যা প্রচুর। মাছ ধরতে পারাটাও একটি প্রতিভার ( Talent) মধ্যে পড়ে ।আমাদের চারপাশে বিভিন্ন মানুষের বিভিন্ন প্রতিভা রয়েছে । তার মধ্যে একটি হল মাছ ধরতে পারার প্রতিভা । সাধারণত পুরুষদের মাছ ধরতে দেখা যায় । কিন্তু এবারে সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিও ভাইরাল হলো যেখানে একটি মহিলাকে মাছ ধরতে দেখা গিয়েছে।
ভাইরাল হওয়া সেই ভিডিওটিতে (Video Viral) দেখা গিয়েছে একজন মহিলা গ্রামের রাস্তায় সবুজ ক্ষেতের মধ্যে দিয়ে হাঁটছেন ।তার নাম পল্লবী ( Pallabi) তার কথায় জানা যাচ্ছে যে সেই অঞ্চলের কাছেই নদী রয়েছে এবং যখন বৃষ্টি হয় তখন সেই নদীর জল ক্ষেতের মধ্যে চলে আসে।
তারপরে দেখা গেছে কথা বলতে বলতে তিনি সেই ক্ষেতের জলা জায়গাটিতে চলে এসেছেন।সেখানে দেখা গেছে অনেকেই জাল পেতে রেখেছেন এবং সেই জালে প্রচুর মাছ আটকে রয়েছে । সেই মহিলা টি অনেক পুটি মাছ তুলেছেন । ভিডিওটির মাঝে মাঝে তিনি অনেক কথা বলেছেন এবং তার কথা অনুযায়ী জানা গিয়েছে যে সেখানে জল যত গভীর হয় সেখানে ততো বড় মাছ পাওয়া যায়।
ভিডিওটি খুবই ভাইরাল (Video Viral) হয়েছে । অনেক লাইক কমেন্ট শেয়ার পড়েছে ভিডিওটিতে। দর্শকরা এরকম মাছ ধরার ভিডিও দেখতে খুবই ভালোবাসেন ।সেটি আবারো প্রমাণিত হয়েছে ভিডিওতে কমেন্ট বক্স এ।