ট্রেন্ডিং নিউজটেক নিউজবিনোদনভাইরাললাইফ স্টাইলঅফবিট

Jio-র গ্রাহক হলেই কেল্লাফতে! দিওয়ালিতে ৭ টি সস্তার ধামাকাদার প্ল্যান আনলো মুকেশ আম্বানির সংস্থা !!

Published on:

জিও (Jio) বাজারে আসার পর থেকেই ভারতের টেলিকম ক্ষেত্রে আমূল পরিবর্তন আসে। প্রথমে তো বেশ কয়েক মাস বিনামূল্যেই ইন্টারনেট পরিষেবা দিচ্ছিল জিও (Jio)। পরে অবশ্য ধীরে ধীরে প্ল্যানের দাম বাড়াতে থাকে জিও। তবে জিও-কে টেক্কা দিতে এয়ারটেল, ভোডাফোনকেও অনেক কমাতে হয়েছিল তাদের ট্যারিফ। এরপর এল ৫জি। তবে আপাতত ৪জি-র দামেই ৫জি পরিষেবা দিচ্ছে জিও (Jio)।

গত 5 ই অক্টোবর থেকে শুরু হয়েছে ওডিআই বিশ্বকাপ। যে বিশ্বকাপ খেলা দেখাচ্ছে ডিজনী প্লাস হটস্টার। যাতে অনলাইনে গ্রাহকেরা ম্যাচ দেখতে পারেন সেই কারণে নতুন রিচার্জ প্ল্যানের মধ্যে ডিজনি+হটস্টার সাবস্ক্রিপ্সন বিনামূল্যে করে দেওয়া হয়েছে জিও এর নতুন রিচার্জ প্ল্যান এ।

এছাড়া এই নতুন রিচার্জ প্ল্যানে আপনাদের জন্য থাকছে অফুরন্ত ইন্টারনেট এবং ভয়েস কল ও এসএমএস এর সুবিধা। এই রিচার্জ প্ল্যান গুলো শুরু হচ্ছে ৩২৮ টাকা থেকে। চলুন আমরা একটু দেখে নেই সেই দুর্দান্ত অফার গুলো:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Jio
Jio

১= ৩২৮ টাকা: এই রিচার্জ প্ল্যান টিতে গ্রাহক রা প্রতিদিন আনলিমিটেড কল এর সুবিধা পাবেন। এবং এর সাথে প্রতিদিন ১০০ টা করে এসএমএস করার সুবিধা পাবেন। এবং প্রতিদিন ১.৫ জিবি ডাটার সুবিধা পাবেন। এর সাথেই তিন মাসের জন্য রয়েছে ডিজনি+হটস্টার সাবস্ক্রিপশন বিনামূল্যে পাবেন। আর সাথেই বিনামূল্যে পাওয়া যাবে জিও টিভি, জিও সিনেমা, জিও ক্লাউড পরিষেবা। এই প্ল্যানটির বৈধতা হলো ২৮ দিন।

২=৩৩১ টাকা: এই রিচার্জ প্ল্যানটিতে মোট ৪০ জিবি ডেটা মিলবে। তবে এর সঙ্গে কোন কল অথবা এসএমএস-এর সুবিধা নেই। এর সঙ্গে তিন মাসের জন্য রয়েছে ডিজনি+হটস্টার সাবস্ক্রিপশন বিনামূল্যে মিলবে। এর সাথেই বিনামূল্যে পাওয়া যাবে জিও টিভি, জিও সিনেমা, জিও ক্লাউড পরিষেবা। এই প্ল্যানটির বৈধতা হল ৩০ দিন।

৩=৩৮৮ টাকা:এই রিচার্জ প্ল্যান টিতে গ্রাহক রা প্রতিদিন আনলিমিটেড কল এর সুবিধা পাবেন। এবং এর সাথে প্রতিদিন ১০০ টা করে এসএমএস করার সুবিধা পাবেন। এবং প্রতিদিন ২ জিবি ডাটার সুবিধা পাবেন। এর সাথেই তিন মাসের জন্য রয়েছে ডিজনি+হটস্টার সাবস্ক্রিপশন বিনামূল্যে পাবেন। আর সাথেই বিনামূল্যে পাওয়া যাবে জিও টিভি, জিও সিনেমা, জিও ক্লাউড পরিষেবা। এই প্ল্যানটির বৈধতা হলো ২৮ দিন।

৪=৫৯৮ টাকা:এই রিচার্জ প্ল্যান টিতে গ্রাহক রা প্রতিদিন আনলিমিটেড কল এর সুবিধা পাবেন। এবং এর সাথে প্রতিদিন ১০০ টা করে এসএমএস করার সুবিধা পাবেন। এবং প্রতিদিন ২ জিবি ডাটার সুবিধা পাবেন। এর সাথেই তিন মাসের জন্য রয়েছে ডিজনি+হটস্টার সাবস্ক্রিপশন বিনামূল্যে পাবেন। আর সাথেই বিনামূল্যে পাওয়া যাবে জিও টিভি, জিও সিনেমা, জিও ক্লাউড।

৫=৭৫৮ টাকা: এই রিচার্জ প্ল্যান টিতে গ্রাহক রা প্রতিদিন আনলিমিটেড কল এর সুবিধা পাবেন। এবং এর সাথে প্রতিদিন ১০০ টা করে এসএমএস করার সুবিধা পাবেন। এবং প্রতিদিন ১.৫ জিবি ডাটার সুবিধা পাবেন। এর সাথেই তিন মাসের জন্য রয়েছে ডিজনি+হটস্টার সাবস্ক্রিপশন বিনামূল্যে পাবেন। আর সাথেই বিনামূল্যে পাওয়া যাবে জিও টিভি, জিও সিনেমা, জিও ক্লাউড।এই রিচার্জ প্ল্যানটির বৈধতা থাকবে ৮৪ দিন।

৬=৩১৭৮ টাকা: :এই রিচার্জ প্ল্যান টিতে গ্রাহক রা প্রতিদিন আনলিমিটেড কল এর সুবিধা পাবেন। এবং এর সাথে প্রতিদিন ১০০ টা করে এসএমএস করার সুবিধা পাবেন। এবং প্রতিদিন ২ জিবি ডাটার সুবিধা পাবেন। এর সাথেই তিন মাসের জন্য রয়েছে ডিজনি+হটস্টার সাবস্ক্রিপশন বিনামূল্যে পাবেন। আর সাথেই বিনামূল্যে পাওয়া যাবে জিও টিভি, জিও সিনেমা, জিও ক্লাউড।এই রিচার্জ প্ল্যানটির বৈধতা থাকবে ৩৬৫ দিন।

আরও পড়ুন: অল্প কিছু বিনিয়োগ করেই পেয়ে যান ১০ লাখ টাকা, LIC নিয়ে আসলো ধামাকাদার প্ল্যান !!

About Author

Leave a Comment