ফুল (Flower) তো সকলেরই ভালোবাসার জায়গা। তাই সকলেই বাড়িতে ফুলের গাছ লাগান। আর শীতে বিভিন্ন ধরনের ফুল হয়। যার মধ্যে বেশিরভাগ ফুলই হয় রঙীন। শীতে সবচেয়ে বেশি দেখা যায় ডালিয়া (Dahlia)। ফুল। লাল, নীল, গোলাপি, হলুদ, বেগুনি ইত্যাদি বিভিন্ন রঙের ডালিয়া ফুল ফোটে শীতকাল জুড়ে। ডালিয়া ছাড়াও গাঁদা, জবা, সূর্যমুখী ফুলও হয়ে থাকে পুরো শীতকাল জুড়ে।
ফুল গাছ তো পোঁতেন অনেকেই,কিন্তু গাছের নিত্য পরিচর্যা করেন না বা কিভাবে করা উচিত নিত্য পরিচর্যা সেই সম্পর্কেও অবগত নন অনেকেই। তাই আপনাদের জন্য রইলো এমন কিছু টিপস, যা মেনে চললে সম্পূর্ণ শীতকালে ফুল গাছগুলি ফুলে ফুলে ভরে থাকবে। জেনে নিন।
ফুল গাছের পরিচর্যার জন্য ফুল গাছে একটি বিশেষ সার প্রয়োগ করা উচিত। প্রতি ৮ থেকে ১০ দিন অন্তর এই সার প্রয়োগ করা দরকার। এই সার কিভাবে বানানোর জেনে নিন। প্রথমে একটি পাত্রের মধ্যে জল নিয়ে নিন । এরপর এতে সরষের খোল এবং টুকরো করা কলার খোসা ভিজিয়ে রাখুন। এরপর তিন থেকে চার দিন পর দেখবেন, সরষের খোল এবং কলার খোসা ভিজে একটি ঘন তরলে পরিণত হয়েছে।
এবারে একটি বড় বালতি নিয়ে তাতে জল নিয়ে তার মধ্যে এই তরল মিশিয়ে নিতে হবে। এবারে এই সার গাছের গোড়ায় দিতে হবে। তবে কোনও ভাবেই এই সার সরাসরি প্রয়োগ করা উচিত নয়। কারণ সরাসরি প্রয়োগ করলে গাছের গোড়ায় ফাঙ্গাস জন্মাবে। সরষের খোল এবং কলার খোসাতে পটাশিয়াম, নাইট্রোজেন সহ বিভিন্ন ম্যাক্রো এবং মাইক্রো উপাদান থাকে। এগুলো ফুল গাছের জন্য খুবই উপকারী। তাই এই সার প্রয়োগ করলে সারা শীতকাল জুড়ে ফুলের গাছ ফুলে ভরে থাকে।