একজন শিশুর কাছে মাতৃক্রোড় সবচেয়ে সুন্দর ও নিরাপদ জায়গা এই পৃথিবীতে। সে সেখানে সবচেয়ে আনন্দে থাকে। তবে শুধু মাতৃক্রোড় নয়, পিতৃক্রোড়ও তো একজন শিশুর নিরাপদের জায়গা। মা-বাবার আদর, স্নেহ একটি শিশুর বড়ো হয়ে ওঠার জন্য গুরুত্বপূর্ণ। তবে শুধু মা-বাবার স্নেহ নয়, বাড়ির সবার স্নেহ একটি শিশুর কাম্য। বাড়িতে মা-বাবা বাদে যেসব সদস্য রয়েছেন, এমনকি পরিচালকদের ভালোবাসাও দরকার শিশুর জন্য।
মানুষের মতোই পশুদের মধ্যেও রয়েছে মাতৃত্ববোধ। পশুরাও কষ্ট করে সন্তানদের জন্ম দেয়। মানুষের মতোই পশুদেরও হয় প্রসব যন্ত্রণা। এই যন্ত্রণা পশুরা অনুভূব করে। তাই যখন তাদের সন্তান হয় তখন তারা সন্তানদের আগলে রাখে। কুকুর, বিড়ালদের দেখা যায় তাদের সন্তান জন্মালেই তারা চিন্তায় থাকে সবসময়। শুধু তাই নয় সমস্ত পশুরাই চায় তাদের সন্তান যেন নিরাপদে থাকে, ভালো থাকে।
View this post on Instagram
একটি ভিডিও দেখা গেছে সম্প্রতি স্যোশাল মিডিয়ায়। ভিডিওটিতে দেখা গেছে একটি বাচ্চা বাঁদর গাছের ডালে আটকে গেছিল। বাঁদরটি গাছ থেকে বেড়োতে পারছিল না। এটা দেখেই দৌড়ে আসে বানরটির মা। বানরটির মা খুব সাবধানে গাছের ডালটি দাঁত দিয়ে কেটে বাচ্চাটিকে রক্ষা করার চেষ্টা করছিল। সে খেয়াল রেখেছিল যাতে বাচ্চা বানরটির কোনো ক্ষতি না হয়ে যায়। এরপর সে অনেক চেষ্টার পরে বাচ্চা বানরটিকে ডালের মাঝখান থেকে বের করতে সমর্থ হল।
এই ভিডিওটি স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওটি ‘ওয়াওআফ্রিকা’ (waowafrica) নামক ইন্সটাগ্রাম পেজ থেকে পোস্ট করা হয়েছে। ভিডিওটি ইতিমধ্যে 202K মানুষ দেখে ফেলেছেন। একইসাথে 16 হাজার মানুষ ভিডিওটিকে পছন্দ করেছেন। বানরটির মাতৃসত্ত্বাকে কুর্নিশ জানিয়েছে নেটিজনরা। ভিডিওটি দেখে চোখে জল এসেছে সবারই। শুধু মানুষের মধ্যে নয় পশুদের মধ্যেও মা শ্রেষ্ঠ।