ট্রেন্ডিং নিউজটেক নিউজবিনোদনভাইরাললাইফ স্টাইলঅফবিট

তিন লাখ টাকার চা খেয়ে শুরু হয় নীতা আম্বানির দিন, চায়ের মধ্যে রয়েছে এই বিশেষত্ব

Published on:

চা (Tea) একটি উত্তম পানীয়। ঘুম পাক বা মাথা ধরুক বা অতিরিক্ত চিন্তিত থাকুক না কেন কেউ, চা ছাড়া চলবেই না। চা হলো এই সকল সমস্যার সমাধান। চা নিয়ে আমাদের গবেষণার শেষ নেই। দুধ চা, লিকার চা, চিনি দেওয়া চা, চিনি ছাড়া চা, গ্রিন টি, কেশর চা – আরোও কতো রকমের চা পাওয়া যায়। চায়ের ব্যাপারে আমরা সবসময় ভীষণ খুঁতখুঁতে থাকি। চায়ের পাতার রঙ, গন্ধ, ফ্লেবার সবকিছু নিয়েই আমরা ভীষণ চিন্তিত থাকি।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

একেক জন একেক রকমের চা খান। সেই বিভিন্ন ধরনের চায়ের দামেও হেরফের রয়েছে। তবে জানেন কি নীতা আম্বানি (Nita Ambani) কি চা খান? তাঁর চায়ের দাম কত? বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি। তাঁর দিন শুরু হয় আর পাঁচজন সাধারণ মানুষের মতোই চায়ে চুমুক দিয়ে। তবে সাধারণ মানুষের মতো সস্তার চা কিন্তু তিনি খান না। তাঁর চায়ের নামই হয়তো বেশিরভাগজন জানেন না। জানা যায়, তিনি জাপানি ব্র্যান্ড নোরিতেকের চা পান করে। এই চায়ের দাম ৩ লক্ষ টাকা। নরিতেক থেকে তিনি জাপানের প্রাচীনতম ক্রকারী ব্যান্ডের ২২ ক্যারেট সোনা ও প্লাটিনাম খচিত ক্রকারি সেট কিনেছিলেন। যার দাম প্রায় দেড় কোটি টাকা। আসলে নিতা আম্বানির অন্যতম জাপানের এই প্রাচীন ব্র্যান্ডের চায়ের শখ রয়েছে।

তবে নীতা আম্বানির অনেক কিছুরই শখ রয়েছে। তিনি প্রাচীন ব্র্যান্ডের চা খেতে ভালোবাসেন। তাঁর ঘড়ি, ব্যাগ, জুতোর শখ রয়েছে। এছাড়াও পরিধানের ক্ষেত্রেও নামি ব্র্যান্ড ব্যবহার করেন তিনি। তাঁর জন্ম ও বড়ো হয়ে ওঠা মধ্যবিত্ত পরিবার। একটি স্কুলে চাকরিও করতেন তিনি। এখন তিনি আম্বানি পরিবারের বধূ। তবে তিনি শুধু গৃহবধূ নয়। ব্যবসায়িক ক্ষেত্রে তিনি বুদ্ধি ও পরামর্শ দিয়ে থাকেন।

About Author
Tamalika Sengupta

বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।