বলিপাড়ার অন্যতম চাহিদাসম্পন্ন আধুনিক নায়কদের মধ্যে অন্যতম দেব (Dev)। চ্যালেঞ্জ, পাগলু, দুই পৃথিবী থেকে শুরু করে চাঁদের পাহাড়, অ্যামাজন অভিযান ইত্যাদি নানা রকম সফল সিনেমা তিনি করেছেন। তাঁর সিনেমাগুলোতে শুধুমাত্র ব্যবসায়িকভাবে সফল হয়েছিল তাই নয়, দর্শকদের মনেও জায়গা করে নিতে পেরেছিল এই সিনেমাগুলো। তবে দেব শুধুমাত্র একজন অভিনেতাই নন, তিনি ঘাটালের বিধায়কও বটে। তিনি প্রচুর জনসেবামূলক কাজ করে থাকেন। ফলে মানুষের মনে একটি অন্য জায়গা রয়েছে তাঁর প্রতি।তবে শুধু অভিনয় নয়, তিনি তৈরি করেছেন দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স (DEV Entertainment Ventures)।
বর্তমানে দেব একাধারে অভিনেতা এবং প্রযোজক। সেই অভিনেতা এবং প্রযোজক দেব এবারে পা দিলেন বলিউডে। সম্প্রতি শোনা যাচ্ছে দেব নাকি বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন। তবে বড়ো পর্দা নাকি বলিউডের OTT প্ল্যাটফর্মে তিনি আত্মপ্রকাশ করবেন, তা অজানা। তবে এই প্রসঙ্গে দেব জানান, “আমার কাছে কয়েকটা অফার এসেছিল। কিন্তু, কোনওটাই সেভাবে আমার দৃষ্টি আকর্ষণ করেনি। তাই আমি সেই অফার গ্রহণ করিনি।” তবে দেব জানিয়েছেন, তাঁর কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলা ইন্ডাস্ট্রি এবং প্রযোজনা নিয়ে থাকা।
প্রসঙ্গত কয়েকদিন কয়েক আগে দেব, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ইশা সাহার ‘কাছের মানুষ’ (Kacher Manush) ছবিটি মুক্তি পেয়েছে। ছবিটি প্রসঙ্গে মিশ্র প্রতিক্রিয়া মিলেছে দর্শকদের তরফে। এই বছরেই দেব ইন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স এর যৌথ প্রযোজনায় ‘প্রজাপতি’ নামক একটি ছবি মুক্তি পেতে চলেছে। যে ছবিতে মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty), মমতা শংকর (Mamata Shankar) সহ নামকরা তারকাদের অভিনয় করার কথা রয়েছে।