Oben Electric: বর্তমানে পরিবেশ দূষণ একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই পরিবেশ দূষণ রুখতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে সরকার। পেট্রোল চালিত গাড়ির বদলে বর্তমানে বিকল্প হিসেবে বিভিন্ন ইলেকট্রিক গাড়ি ইতিমধ্যে বাজার দখল করেছে। এবিষয়ে এবার উল্লেখযোগ্য ভূমিকা নিতে চলেছে বেঙ্গালুরুর একটি বৈদ্যুতিক বাইক নির্মাণ সংস্থা। ভারতের বাজারে তাদের ব্যবসা সম্প্রসারণের চেষ্টা করে চলেছে তারা।
সেই সংস্থা হল ওবেন ইলেকট্রিক। দেশের বিভিন্ন শহরে ই-বাইকের আউটলেট চালুর লক্ষ্যে এগোচ্ছে এই সংস্থা।গতবছর বেঙ্গালুরুতে Rorr মডেল বিক্রি হয়েছে প্রচুর। এই মডেল বিক্রির মাধ্যমে পথ চলা শুরু তাদের। শুধুমাত্র বেঙ্গালুরু নয়, এইবার এই সংস্থা কেরল, দিল্লী, পুনে ইত্যাদি জায়গায় পা রাখতে চলেছে। সম্প্রতি বেঙ্গালুরুতে ওবেন সংস্থা চারটি শোরুম উদ্বোধন করেছে। ২০২৪- ২০২৫ সালের মধ্যে তারা চাইছে আরো ৫০ টি বড় শোরুম উদ্বোধন করতে। দেশের ১২ টি বড় শহরে তারা ব্যবসা বাড়াতে চাইছে।
Oben Electric সংস্থার নতুন শোরুম:
বেঙ্গালুরুর বাইরে দিল্লির পিতামপুরা,কেরলের কোচি এবং ত্রিবান্দ্রমে , পুণের ওয়াকাদ ইত্যাদি শহরে নতুন শোরুম উদ্বোধন করবে বলেই ভেবেছে এই সংস্থা।বেঙ্গালুরুর বনশঙ্করী, রাজাজিনগর,এবং ইলেকট্রনিক সিটিতে শোরম উদ্বোধন হয়েছে।ইতিমধ্যে বেঙ্গালুরু শহরে মোট আটটি শোরুম আছে।
আরও পড়ুন: Humsafar IAQ: স্বল্প দামে ঘরে আনুন এই গাড়ি! ভাড়া দিয়েই মাসে আয় করুন লাখ লাখ টাকা!
ওবেন ইলেকট্রিক সংস্থার প্রতিষ্ঠাতা এবং CEO মধুমিতা আগরওয়াল জানিয়েছিলেন,বিভিন্ন জায়গায় শোরুম উদ্বোধন হওয়ায় তারা খুব রোমাঞ্চিত।এটা একটি গুরত্বপূর্ণ মাইলস্টোন তাদের ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রে।খুবই উচ্ছ্বসিত তারা।বেঙ্গালুরু ছাড়াও আরো বিভিন্ন শহরে শোরুম খুব শীঘ্রই উদ্বোধন করবেন তারা।ভারতে ইলেকট্রিক ভেহিকাল শিল্পে নিজেদের স্থানকে আরো পাকাপোক্ত করতে চান তারা।
Oben Electric: ব্যাটারী,ইঞ্জিন,মাইলেজ:-
Oben Rorr মডেলে উপস্থিত আছে পিএমএস মোটর। বলাবাহুল্য এই মোটর থেকে ৮ কিলোওয়াট শক্তি উৎপন্ন হয়। যা মাত্র ৩ সেকেন্ডে ০- ৪০ কিমি /ঘণ্টার গতিবেগ তুলতে পারে। প্রতি ঘণ্টায় গাড়ির সর্বোচ্চ গতিবেগ ১০০ কিলোমিটার।৪.৪ কিলোওয়াট এলপিএফ ব্যাটারি রয়েছে।একবার ফুল চার্জ দিলে ১৮৭ কিলোমিটার রেঞ্জ দিতে সক্ষম।এই ই বাইকটির ০- ১০০% ব্যাটারি চার্জ হতে সময় নেয় ২.৫ ঘণ্টা।
Oben Electric: দাম:-
এই মডেলের এক্স শোরুমে দাম হতে চলেছে ১.৪৯ লক্ষ টাকা।তবে অবশ্যই আরো বিস্তারিত জেনে তবেই কেনার সিদ্ধান্ত নিতে হবে।