বর্তমান যুগকে সোশ্যাল মিডিয়ার (Social Media) যুগ বললেও ভুল খুব একটা হবে না। বর্তমানে মানুষ সোশ্যাল মিডিয়ার উপর অনেকটাই নির্ভরশীল (Dependent)। তা সে খবর (News) জানা হোক বা কোন কিছু কেনাকাটা (Shopping)। নিজেদের অলস সময়ের বেশ অনেকটাই আমরা সোশ্যাল মিডিয়াতে কাটিয়ে থাকি। ফলে সোশ্যাল মিডিয়াতে আপলোড (Upload) হওয়া যে কোন ভিডিও (Video) বা ছবি (Picture) মুহূর্তেই ভাইরাল (Viral) হয়ে যায়। তেমনি একটি ভিডিও ভাইরাল হচ্ছে বর্তমানে।
ডান্স বাংলা ডান্স জুনিয়রের (Dance Bangla Dance Junior) কথা তো আপনাদের মনেই আছে। এই ডান্সিং রিয়েলিটি শো (Dancing reality show) থেকে প্রতি সিজনে এমন কয়েকজন বাচ্চা থাকেই যারা আজীবন আমাদের মনে থেকে যায়। তাদের মধ্যে একজন হল দীপান্বিতা কুন্ডু (Dipanwita Kundu) তথা পান্তা ভাতের কুন্ডু। দীপান্বিতা মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) খুবই ফেভারিট একজন কনটেস্টডেন্ট (Contestant) ছিল। সেখান থেকেই তার মূলত পরিচিতি। আর গোলুমোলু হওয়ায় সবাই তাকে ভালোও বাসতো।
দিন কয়েক আগে ট্রেন্ডিংয়ে ছিল “জালিমা কোকাকোলা পিলা দে” (Zalima Cocacola Pila De) গানটি। নোরা ফাতেহির (Nora Fatehi) অসম্ভব সুন্দর নাচে গানটি যেন আরো অনন্য মাত্রা পেয়েছ। এই গানের তালে বহু তরুণ তরুণী কোমর দুলিয়েছে। তাদের মধ্যে অনেকের ভিডিও ভাইরাল হয়েছে। এবার ভাইরাল হল দীপান্বিতা কুন্ডুর নাচের ভিডিও। বিখ্যাত গান “জালিমা কোকাকোলা পিলা দে” -র তালে।
আকাশি রং এর ঘাগড়া আর মানানসই মেকআপে তাকে দেখতে খুব সুন্দর লাগছে ভিডিওটিতে। ডান্স বাংলা ডান্স জুনিয়রের মঞ্চ থেকেই তাকে এক্সপ্রেশন কুইন বলা হয়। আর এই তকমাটা যে কতটা সত্যি তা আরো একবার প্রমাণ পেয়েছে দীপান্বিতার এই ভিডিওটিতে। আপনার যদি এখনই ভিডিওটি না দেখে থাকেন তবে দেখে নিতে পারেন। আর এই ধরনের আরও তথ্য পেতে যুক্ত হতে পারেন আমাদের সাথে।