সেলিব্রেটিদের (Celebrity) ব্যক্তিগত জীবন নিয়ে নেটিজেনদের বরাবরই আগ্রহ থাকে। কোন সেলিব্রেটি কখন কোথায় যাচ্ছেন, কী করছেন, কি পোশাক পরছেন ইত্যাদি সংক্রান্ত নানা খবর সোশ্যাল মিডিয়ার পাওয়া যায় এৱ এগুলি নিয়ে ভীষণ চর্চা হয় সোশ্যাল মিডিয়া (Social Media) জুড়ে।
সেরকম একজন বহুল চর্চিত অভিনেতা হলেন বলিউডের শাহরুখ খান (Shahrukh Khan)। কিং খান (King Khan ) হলেন তিনি তাই তার জীবন যাপনের প্রত্যেকটি তথ্য সব সময় নেটিজেনদের চর্চার বিষয় হয়ে ওঠে। তবে তার সম্পত্তির পরিমাণ জানলে আপনি অবাক হয়ে যাবেন। আমরা সকলেই জানি যে শাহরুখ খানের বাড়ির নাম মন্নত। এই মন্নত (Mannat) সকলেরই একটি আগ্রহের জায়গা অনেকেই এই বাড়ি কেনার জন্য মুখিয়ে রয়েছেন। তবে শুধু মন্নত ই তার সম্পত্তির মধ্যে পড়ে না এছাড়াও আরো অনেক বাড়ি ও গাড়ি রয়েছে শাহরুখ খানের।
দুবাই (Dubai) তে তার একটি বাড়ি আছে। সেই বাড়ির নাম জন্নত (Jannat) । সেই বাড়িটির মূল্য ১০০ কোটি টাকা। তবে জানা যায় এই বাড়িটি তিনি নিজে কেনেন নি। এক সংস্থা তাকে এই বাড়িটি উপহার দেন। এছাড়াও জানা যায় লন্ডনে তার একটি বিলাসবহুল বাংলো রয়েছে যার মূল্য প্রায় 172 কোটি টাকা । এছাড়াও শাহরুখের অপর একটি বাংলো রয়েছে যার মূল্য প্রায় ১৫ কোটি টাকা।
এছাড়াও তার সম্পত্তি বলতে রয়েছে একটি হেলিপ্যাড। শুধু বাড়ি নয় তার অনেকগুলি গাড়িও রয়েছে। বিশ্বের সবচেয়ে দামি গাড়ি বুগাটি ভেযড়ন। এই গাড়িটিও রয়েছে শাহরুখের কাছে। যার দাম প্রায় 12 কোটি টাকা ।এছাড়াও তার কাছে রোজি রোলস ফ্যানটম গাড়ি রয়েছে। যার মূল্য প্রায় সাত কোটি টাকা। এছাড়াও আইপিএল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) দলের মালিকও তিনি ।তার এই সম্পত্তির পরিমাণ শুনে অবাক হবেন যে কেউ।