ট্রেন্ডিং নিউজটেক নিউজবিনোদনভাইরাললাইফ স্টাইলঅফবিট

হাতের তালুর মধ্যে ঘুরে বেড়াচ্ছে বিশ্বের ক্ষুদ্রতম সাপ, তুমুল ভাইরাল ভিডিও

Published on:

ভয় কমবেশি সবাই পায়। কেউ হয়তো ভূতের ভয় পায়, কেউ হয়তো বিভিন্ন কাল্পনিক বিষয় ভেবে ভয় পায়। বিভিন্ন প্রাণীদের অনেকেই ভয় পায়। কেউ কুকুরে ভয় পায়, কেউ বিড়ালে, কেউ হনুমানে ভয় পায়, আবার কেউ ভয় পায় সাপে (Snakes)। সাপ এমন একটি প্রাণী, যাকে কমবেশি সবাই ভয় পায়। আসলে সব সাপ যে কামড়ায় বা সব সাপ বিষধর এমনটা নয়, তবে মানুষের ভয় পাওয়াটা স্বাভাবিক। কারণ বিষধর সাপের দংশনে মৃত্যু অবধি হয়।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বর্তমানে স্যোশাল মিডিয়ায় বহু ধরনের সাপের ভিডিও পোস্ট করা হয়। কখনো সাপ ধরার ভিডিও, আবার কখনো স্যোশাল মিডিয়ায় দেখা যায় বিভিন্ন পশু ও সাপের লড়াইয়ের ভিডিও। সাপেদের মধ্যে বিভিন্ন প্রজাতি রয়েছে। কোনও সাপ ছোট, কোনও সাপ বড়ো। কোবরা (Cobra), পাইথন (python), অজগর সাপ, অ্যানাকোন্ডা, গোখরো যেমন ভয়ংকর প্রজাতির সাপ। এই সাপগুলি বিশালাকৃতির সাপ। আয়তনে এই সাপগুলো অনেক বড়ো। তবে শুধু এই বৃহদায়তন সাপ নয়, ছোট ছোট সাপও রয়েছে বিভিন্ন ধরনের। সাধারণত লোকচক্ষুর আড়ালেই থাকে এইসব সাপ। তবে মাঝে মাঝে এইসব বিরল সাপেদের দেখা যায়।

সম্প্রতি ভাইরাল (viral) হয়েছে একটি সাপের ভিডিও। যে ভিডিওতে একটি খুব ছোট সাপকে দেখা গেছেএক ব্যক্তির হাতের উপরেই ঘুরে বেড়াতে দেখা গেছে। সাপটি খুবই ছোট। এই সাপটির নাম ক্যালিফোর্নিয়ার রিং নেকড স্নেক (Ring Naked snake)। উত্তর আমেরিকাতে এই সাপ দেখা যায়। এই সাপটি সম্পূর্ণ বিষহীন এবং নিরীহ। সাপগুলি সাধারণত ২৫ থেকে ৪০ সেন্টিমিটার হয়। তবে এই সাপগুলোর বিশেষ বৈশিষ্ট্য এই সাপগুলো লাল, কমলা, হলুদ বিভিন্ন রঙের হয়ে থাকে। জয় প্রিহিস্টোরি পেটস (joy prehistoric pets) নামক ইউটিউব চ্যানেল থেকে পোস্ট করা হয় ভিডিওটি। বর্তমানে ভিডিওটি স্যোশাল মিডিয়ার সর্বত্র ভাইরাল হয়েছে।

About Author
Tamalika Sengupta

বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।