রুপোলি পর্দার অন্যতম সুন্দরী ও খ্যাতনামা অভিনেত্রী হলেন সোহিনী সরকার। বর্তমানে সকলের কাছেই খুবই জনপ্রিয় এক মুখ তিনি। টেলিভিশন জগতে কাজের সূত্র ধরেই, বড় পর্দায় বা অভিনয় জগতের যাত্রা শুরু করেন সোহিনী। বর্তমানে টলিউডের বিভিন্ন ছবি ও ওয়েব সিরিজগুলিতে অভিনয়ের মাধ্যমে দর্শকমহলে বিশেষ জনপ্রিয় হয়ে উঠেছেন অভিনেত্রী।
সোহিনী সরকার! টলিউডের জনপ্রিয় মুখম টেলিভিশনের হাত ধরে অভিনয়ের যাত্রা শুরু করেন এঅ অভিনেত্রী। ২০১২ সালে ‘অদ্বিতীয়া’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেন। ২০১৩ সালে ‘রূপকথা নয়’ ছবিতে অভিষেক করেন সোহিনী। আর সেই বছরই ‘ফড়িং’ তৈরি হয়। তারপর আর অভিনেত্রীকে পিছনে ফিরে তাকাতে হয়নি।
টলিউডে পাকাপোক্ত জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী। এরপর একে একে ‘ওপেন টি বায়োস্কোপ’, ‘ঝুমুরা’, ‘মণিহারা’, ‘রাজকাহিনি’, ‘হরহর ব্যোমকেশ’, ‘সিনেমাওয়ালা’, ‘ব্যোমকেশ পর্ব’, ‘বিবাহ ডায়ারিজ’, ‘দুর্গা সহায়’, ‘বিদায় ব্যোমকেশ’-এর মতো ছবিতে অভিনয় করেন সোহিনী।এমনকি ওয়েব সিরিজেও চুটিয়ে অভিনয় করছেন। বর্তমানে হইচইয়ের ‘শ্রীকান্ত’ ওয়েব সিরিজের কাজ শেষ করলেন অভিনেত্রী।
সম্প্রতি অভিনেত্রীর ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট করা এই লুকটির ভিডিও নববর্ষ উপলক্ষে। এই ভিডিওটিতে সোহিনীকে লক্ষ্য করা গেলো এক সাদা ও লাল গরদের শাড়ী পরে, নিজেকে সম্পূর্ণ অক্সিডাইজের গয়নায় সাজিয়ে, কপালে লাল বড় টিপ, চোখে কাজল, ঠোঁটে হালকা রঙের লিপস্টিক এবং খোলা চুলে, সিম্পল ম্যাকআপ লুকে, চোখের উষ্ণ চাউনিতে, বিভিন্ন অঙ্গ-ভঙ্গিতে ভিন্ন ভিন্ন স্টাইলে, ক্যামেরা সামনে পোজ দিয়ে একটি মিউজিক ভিডিও শুট করলেন তিনি।
আর নববর্ষ উপলক্ষে অভিনেত্রী নিজেকে এই অসাধারন লুকে তুলে ধরেছেন। এই ভিডিওটি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশানে লিখেছেন, ” মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, শুভ নববর্ষ ১৪২৮..” এর পাশে কয়েকটি ইমোজি যুক্ত করেছেন তিনি।
অভিনেত্রী এই ভিডিওটি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করে সকলকে নববর্ষের শুভেচ্ছা জানালেন। আর সোহিনীর এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ার পর তার এই অসাধারন বাঙালি বধূর রূপটিকে সকলেই বিশেষ প্রশংসা করেছেন। এর পাশাপাশি তার অনুগামীরা ও তাকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। অভিনেত্রীর এই ভিডিওটি দেখে নেটিজেনরা সকলেই মুগ্ধ হয়ে গিয়েছেন।