Soumitrisha Kundu: বাংলা ধারাবাহিক গুলি দর্শকদের খুবই পছন্দের। এই ধারাবাহিকগুলোর দর্শক সংখ্যা প্রচুর । এই ধারাবাহিকে চরিত্রগুলো দর্শকদের খুবই কাছের হয়ে ওঠে। বর্তমানে সোশ্যাল মিডিয়ার দৌলতে সেলিব্রিটিদের ব্যক্তিগত জীবনের খবর পাওয়া কোন ব্যাপারই নয়। বর্তমানে সব সেলিব্রেটি দের সোশ্যাল মিডিয়ায় (Social Media) একাউনট থাকায় তারা তাদের বিভিন্ন ধরনের ছবি পোস্ট করে থাকেন। নেটিজেনরা সেগুলো খুবই পছন্দ করেন।
বাংলা সিরিয়াল গুলোর মধ্যে অন্যতম হলো জি বাংলার মিঠাই ( Mithai) ধারাবাহিক। এর মুখ্য চরিত্র অর্থাৎ মিঠাই চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu) । সেখানে তাকে দেখা যায় একেবারে সাধারণ লুকে। কিন্তু এই সৌমিতৃষা কুন্ডু এবারে ধরা দিলেন একেবারে অন্যরকম লুকে।
আরও পড়ুন – Srishti Majumder: ‘যদি ভালোবাসিস আমারে’ গানে দুর্দান্ত নাচ ছোট্ট রুপার, ভাইরাল ভিডিও
তিনি সম্প্রতি ইনস্ট্রাগ্রামে (Instagram) ও ফেসবুকে( Facebook) কিছু ছবি পোস্ট করেছে। ন সেখানে তাকে দেখা গেছে বোল্ড লুকে। সেখানে মোট তিন ধরনের পোশাকে তাকে দেখা গেছে। প্রথমে তাকে দেখা গেছে সাদা শার্ট এবং বাদামি স্কার্টে। তারপরে তাকে দেখা গেছে কমলা রঙের গাউন এ। তারপর তাকে দেখা গেছে লাল রঙের স্কার্ট এবং কালো রঙের একটি ক্রপ টপে।
View this post on Instagram
সব মিলিয়ে তার এই ছবিগুলি খুবই ভাইরাল হয়েছে। এই ছবিগুলি দেখে সকলেই প্রশংসা করেছেন। এই ধারাবাহিকের মাধ্যমে সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu) অনেকটাই জনপ্রিয় হয়ে গেছেন। তার ছবিগুলো সবাই খুবই পছন্দ করেছেন।