টলি পাড়ার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে নিয়ে চর্চার শেষ নেই। নেটপাড়ার অন্যতম ‘গসিপ মেটিরিয়াল’ তিনি। টলি পাড়ার এই অভিনেত্রী কে নিয়ে তার কাজের চেয়ে বেশি ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা হয় নেট দুনিয়ায়।একের পর এক বিয়ে, তিনবার বিয়ে ভাঙা, বর্তমানে পঞ্চম প্রেম নিয়ে কম কটাক্ষ শুনতে হয় না অভিনেত্রীকে। সম্প্রতি তাঁর একটি রোম্যান্টিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল।
এই ভিডিও দেখে ফের একবার চটে গিয়েছেন নেট দুনিয়ার প্রায় সকলেই।টলিপাড়ার এমন একজন নায়িকা শ্রাবন্তী যার ব্যক্তিগত জীবন নিয়ে প্রতিটা সময়ই গসিপ চলেছে। তাঁর ব্যক্তিগত জীবন যতটা পরিমানে চর্চিত হয়, ততখানি হয়তো আর কোনও নায়িকার ব্যক্তিগত জীবন নিয়ে হয় না। সম্প্রতি অভিনেত্রীর একটি নতুন ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে ফের একবার সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং এর শিকার হচ্ছেন শ্রাবন্তী।নতুন ভাইরাল ভিডিও টিতে কি এমন দেখা গেছে যার জেরে আবারও নেটিজেনদের কটাক্ষের শিকার হতে হচ্ছে অভিনেত্রীকে?
গ্ল্যামার জগতের নামী মেক আপ আর্টিস্ট রুদ্র সাহা সম্প্রতি শ্রাবন্তীর একটি ব্রাইডাল লুকের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। এই ভিডিওতে অভিনেত্রী অবশ্য একা নেই, তাঁর সঙ্গে একজন পুরুষ মডেলও রয়েছেন,আর তাতেই বেঁধেছে যত গোল।ভাইরাল ওই ভিডিওর কমেন্ট বক্সে এমন এমন মন্তব্য করেছেন নেটিজেনরা যা দেখে আঁতকে ওঠা ছাড়া উপায় নেই।ব্রাইডাল লুকে শ্রাবন্তীকে দেখে একজন নেটিজেন কমেন্ট করেছেন, ‘শ্রাবন্তীকে বিয়ের সাজে অনেক দেখেছি। এখন আর দেখতে ভালোলাগে না’। আর একজন অভিনেত্রীকে উদ্দেশ্য করে কমেন্ট করেছেন, ‘সন্তানসম ছেলের সঙ্গে বাসর ঘরের দৃশ্য। বৌ হওয়ার শখটা আর গেল না’।
প্রসঙ্গত,বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে, নতুন এক প্রেমে পড়েছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ইন্ডাস্ট্রির অন্দরে জল্পনা চলছে, এক পরিচালকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী। অ্যাওয়ার্ড ফাংশান, কফি শপ সহ নানান জায়গায় দেখা যাচ্ছে দুজনকে একসাথে। এছাড়াও ওই পরিচালকের আগামী প্যান ইন্ডিয়ার ছবির নায়িকাও শ্রাবন্তী।শ্রাবন্তী অবশ্য নিজে থেকে পঞ্চম প্রেমের গুঞ্জনে মুখ খোলেননি, সংশ্লিষ্ট পরিচালকের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন এই খবরে কোনও ধরনের সত্যতা নেই। শুধুমাত্র কাজের প্রয়োজনেই সৌজন্য সাক্ষাৎ করেছেন দুজনে। যদিও সেকথা একেবারেই বিশ্বাস হয়নি নেটিজেনদের।শ্রাবন্তীর এর আগে একাধিক সম্পর্কের জেরেই হয়তো কেউ বিশ্বাস করতে চাইছেন না সেকথা।তবে আসল সত্যটা কি তা সময় আসলেই জানা যাবে।