আমাদের চারপাশে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে। সোশ্যাল মিডিয়ার (Social Media) মাধ্যমে আমরা আমাদের চারপাশে ঘটে যাওয়া ঘটনার সম্পর্কে অবগত হতে পারি। একেকটি ঘটনা আমাদের ভীষণ অবাক করে। সম্প্রতি সেরকমই একটি ঘটনার কথা জানা গেল।
জানা গেল সম্প্রতি পূর্ব বর্ধমান এর দুই ভাইকে দুই যমজ বোন বিয়ে করে সকলকে চমকে দিলেন। জানা যায় সেই দুই বোন অর্থাৎ অর্পিতা (Arpita) ও পারমিতা (Paramita) সদ্যই কলেজ পাশ করেছেন। তাদের বাড়ি থেকে পাত্র দেখা হচ্ছিল। এমন সময় তারা জানান যে তারা দুই ভাইকে বিয়ে করতে চান। কারন তারা দুজন একে অপরের সব সময়ের সঙ্গী। তাই তারা আলাদা থাকতে পারবেন না।
মেয়েদের এই সিদ্ধান্ত কে সমর্থন করেন তাদের বাবা গৌরচন্দ্র সাতরা। তিনি যমজ পাত্র দেখতেই শুরু করেন। এরপর তিনি খোঁজ পান পূর্ব বর্ধমান জেলার লব ও কুশ নামক দুই জমজ ভাই এর। তারা দুজন একই কোম্পানিতে কাজ করে। অবশেষে 5 ডিসেম্বর তাদের বিবাহ সম্পন্ন হয়। বিবাহের অনুষ্ঠানে লব ও কুশ কে দেখা গেছে নীল পাঞ্জাবিতে। অর্পিতা ও পারমিতার পরনে ছিল লাল বেনারসি ও গয়না। তাদের এই বিবাহ দেখে অনেকেই অবাক হয়ে গেছে। তবে এই বিবাহ তে সকলেই আনন্দিত হয়েছেন একথা বলার অপেক্ষা রাখে না।