কখনো পাতা, কখনো কাগজ, কখনো সাইকেলের চেন দিয়ে পোশাক বানিয়ে সেগুলো পরে যিনি সবসময় আলোচনাতে থাকেন তিনি হলেন উরফি জাভেদ (Urfi Javed)। সবথেকে বড়ো কথা, জনপ্রিয়তা অর্জনের জন্য তাঁর হাতিয়ার হল নগ্নতা। তাঁর সমালোচনা করতে বাকি থাকেন না কেউই। যদিও তাতে তাঁর কিছু যায়-আসে না।
নিজেকে সুন্দরী করে তোলার জন্য নায়িকাদের কতো কিছুই না করতে হয়। আর উরফি যে সেই তালিকায় থাকবেন, তা বলাই যায়। বিভিন্ন ধরনের চড়া মেকআপ তো করেই থাকেন। এমনকি ছোটোখাটো অস্ত্রপচারও করতে হয়। কখনো ঠোঁট, কখনো দাঁত বা কখনো অন্য কোনও অঙ্গের। উরফিকেও করতে হয় এইসব। তবে এবারে এই কারণেই বিপদে পড়েছেন উরফি।
সম্প্রতি একটি ছবি শেয়ার করেছেন উরফি। যেখানে দেখা যাচ্ছে, চোখের তলায় গভীর কালশিটে পড়েছে এবং তাঁর চোখের কোনার দিকটা ফুলে উঠেছে। তিনি জানিয়েছেন, আন্ডার আই ফিলারের জন্য তাঁর চোখের এই হাল। এই প্রসঙ্গে উরফি বলেন, ডার্ক সার্কেল কমানোর জন্য বাজারে যেসব ক্রিম পাওয়া যায়, সেগুলো কোনও কাজ করে না। তাই তিনি ক্ষুব্ধ।