সম্প্রতি কলকাতা থেকে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) ছাড়া হয়েছে। একথা সকলেরই জানা। এই ট্রেনটি হাওড়া (Howrah) থেকে জলপাইগুড়িতে (Jalpaiguri) পৌঁছয়। এটি সপ্তম বন্দে ভারত এক্সপ্রেস। বুধবার বাদে রোজ দিন এই ট্রেনটি চলবে এবং নিউ জলপাইগুড়ি পর্যন্ত এই ট্রেনটি যাবে। এ কথা সকলেরই জানা।
এই ট্রেনটির ফিচার ভীষণ ভালো। পহেলা জানুয়ারি থেকে ট্রেনটির যাত্রা শুরু হয়েছে। এই ট্রেনটির এসি চেয়ার কারের ভাড়া ১৫৬৫ টাকা। আবার এক্সেকিউটিভ শেয়ার করেন ভাড়া ২৮২৫ টাকা। হাওড়া থেকে জলপাইগুড়ি যেতে এই ট্রেনটির সময় লাগবে সাড়ে সাত ঘণ্টা। এ ছাড়াও যাত্রীদের জন্য রয়েছে ব্রেকফাস্ট ও লাঞ্চ এর ব্যবস্থা। তবে আপনি চাইলে এই ব্রেকফাস্ট বা লাঞ্চ নাও নিতে পারেন। সে ক্ষেত্রে আপনার কিছুটা টাকা সাশ্রয় হবে।
এসি চেয়ার কার এর যাত্রীরা যদি খাবার না নেন তবে ৩৭৯ টাকা ছাড় পাবেন। আবার এক্সিকিউটিভ চেয়ার কারে যাত্রীরা যদি খাবার না নেন তবে তাদের টিকিটের মূল্য হবে ২৩৯১ টাকা। সবমিলিয়ে তারা অনেক টাকাই ছাড় পাবেন। ফলে আপনি যদি খাবার না নেন তাহলে টিকিটের মূল্য অনেকটাই কমে যাবে। সব মিলিয়ে শতাব্দী এক্সপ্রেস এর থেকেও এই ট্রেনটির ফিচার বেশি ভালো।