সৌরভ গাঙ্গুলী 8 ই জুলাই 1972 সালে জন্মগ্রহণ করেন। তিনি একজন ভারতীয় প্রাক্তন ক্রিকেটার তথা ভারতীয় ক্রিকেট টিমের প্রাক্তন অধিনায়ক। তাঁর বাবার নাম চন্ডীদাস গঙ্গোপাধ্যায় এবং মায়ের নাম নিরুপা গঙ্গোপাধ্যায়। তাঁর উচ্চতা 5 ফুট 11 ইঞ্চি। স্নেহাশীষ গঙ্গোপাধ্যায় তাঁর দাদা। 2003 সালের ক্রিকেট ম্যাচে তাঁর অধিনায়কত্বে ভারত ফাইনালে পৌঁছায়। একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচেও তাঁর খ্যাতি অসামান্য।
আন্তর্জাতিক ক্রিকেট বোর্ড আগামী নভেম্বরে পরবর্তী চেয়ারম্যান নির্বাচনের প্রক্রিয়া অনুমোদন করেছে। পরবর্তী আই সি সি চেয়ারম্যান হয়তো সৌরভ গাঙ্গুলী হতে পারেন। 51 শতাংশ ভোটের ভিত্তিতে নির্বাচিত হবে আন্তর্জাতিক ক্রিকেট বোর্ডের পরবর্তী চেয়ারম্যান। 16 জন সদস্যের এই বোর্ডে প্রার্থীকে জিততে হলে মাত্র নয় টি ভোট পেতে হবে। শোনা যাচ্ছে আই সি সি চেয়ারম্যানের পদের জন্য সৌরভ গাঙ্গুলীকে বেশ ক’টি দেশ সাপোর্ট করছে।
তবে এক্ষেত্রে বি সি সি আই প্রেসিডেন্ট ও সচিবের কুলীন অফ পিরিয়ড নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের ওপর অনেক কিছু নির্ভর করছে। মহারাজা সৌরভ গাঙ্গুলী কে সর্বদা আমরা ক্লিন শেভ, টিপটপ লুকে দেখেছি। কিন্তু সম্প্রতি তার একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে তাকে উস্কোখুস্কো চুলে ও খোঁচা খোঁচা দাড়ি তে দেখা যাচ্ছে। এই ছবি দেখে ফলতঃ প্রত্যেকেই অবাক হয়েছেন।
সামনে দুর্গাপুজো তাই অনেকেই ভাবছেন এইবার ক্লিন শেভ এর লুক বদলে ট্রেন্ডে গা ভাসিয়েছেন সৌরভ গাঙ্গুলী। অর্থাৎ বিয়ার্ড লুক রাখতে চলেছেন এবার থেকে তিনি। কিন্তু আসলে জানা গেছে যে একটি বিজ্ঞাপনের জন্য এই লুক হয়েছে তার। সৌরভ গাঙ্গুলির এই লুক অনেকেই পছন্দ করছেন। এবার টিভির পর্দাতেও এই লুকে আসতে চলেছেন তিনি।