ট্রেন্ডিং নিউজটেক নিউজবিনোদনভাইরাললাইফ স্টাইলঅফবিট

“এটা মানুষ না অনলাইন অ্যাপ?” – মিঠাই প্রথমে পাঁচ দিনে প্রেগন্যান্ট তারপরে বাচ্চার ডেলিভারিও হয়ে গেল! চরম ট্রোল নেটিজেনদের

Published on:

বাংলা ধারাবাহিক গুলি দর্শকদের খুবই পছন্দের। এই ধারাবাহিক গুলো দেখতে দর্শকরা ভীষণ পছন্দ করেন। একসময় এর বেঙ্গল টপার (Bengal Topper) ধারাবাহিক হল মিঠাই (Mithai) । এই ধারাবাহিক একসময় অনেক সপ্তাহ ধরে সবচেয়ে বেশি টিআরপি (TRP) পাচ্ছিল । বর্তমানে ধারাবাহিকটির স্লট টাইম ( Slot Time) চেঞ্জ হয়ে গেছে এবং ধারাবাহিক টির টিআরপিও কমে গেছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Mithai, “এটা মানুষ না অনলাইন অ্যাপ?” – মিঠাই প্রথমে পাঁচ দিনে প্রেগন্যান্ট তারপরে বাচ্চার ডেলিভারিও হয়ে গেল! চরম ট্রোল নেটিজেনদের, “এটা মানুষ না অনলাইন অ্যাপ?” – মিঠাই প্রথমে পাঁচ দিনে প্রেগন্যান্ট তারপরে বাচ্চার ডেলিভারিও হয়ে গেল! চরম ট্রোল নেটিজেনদের

এই ধারাবাহিককে বর্তমানে দেখা গিয়েছিল মিঠাই প্রেগন্যান্ট (Pregnant)। কিন্তু তার কয়েকদিন পরেই মিঠাই এর সাধ দেখানো হয় এবং তার দু-একদিনের মধ্যেই ডেলিভারি (Delivery) দেখানো হয়। পুরো ব্যাপারটি দেখিয়ে দেওয়া হয় মাত্র ৫ দিনে। এবারে সেই জন্য ভীষণ বিরক্ত হয়েছেন নেটিজেনরা। এই ধারাবাহিকে দেখানো হয়েছে মিঠাই গোপালের বনভোজনে গিয়েছিল। সেখানেই মিঠাইয়ের পেইন উঠে এবং একজন লেডি ডাক্তারের সাহায্যে মিঠাই এর প্রসব করানো হয়।

Mithai2, “এটা মানুষ না অনলাইন অ্যাপ?” – মিঠাই প্রথমে পাঁচ দিনে প্রেগন্যান্ট তারপরে বাচ্চার ডেলিভারিও হয়ে গেল! চরম ট্রোল নেটিজেনদের, “এটা মানুষ না অনলাইন অ্যাপ?” – মিঠাই প্রথমে পাঁচ দিনে প্রেগন্যান্ট তারপরে বাচ্চার ডেলিভারিও হয়ে গেল! চরম ট্রোল নেটিজেনদের

মিঠাই এর প্রেগন্যান্ট হওয়া থেকে শুরু করে ডেলিভারি হওয়ার ব্যাপারটি এতটাই তাড়াতাড়ি ঘটে গেছে যে সেই জন্য নেটিজেনরা বেশ ক্ষুব্ধ হয়েছে। একজন বিরক্ত হয়ে লিখেছেন যে “এটা মানুষ না অনলাইন অ্যাপ এত তাড়াতাড়ি ইনস্ট্যান্ট সবকিছু হয়ে যাচ্ছে।” পুরো ব্যাপারটা নিয়ে নেটিজেনদের বিরক্ত হতে দেখা গেছে। এর আগেও ধারাবাহিক এ গল্পের পরিবর্তন না আনার জন্য দর্শকেরা ধারাবাহিকের নির্মাতাদের দোষারোপ করছিলেন। এবারে আবারো ধারাবাহিকের নির্মাতাদের দর্শকদের ক্ষোভের মুখে পড়তে হয়েছে।

About Author
Tamalika Sengupta

বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

Leave a Comment