অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী সম্পর্কে কমবেশি আমরা সকলেই জানি। তিনি প্রফেশনাল লাইফের তুলনায় পার্সোনাল লাইফ নিয়ে বেশি লাইম লাইটে থাকেন। সম্প্রতি তাকে লাল বেনারসি পরে সোশ্যাল মিডিয়া একটি পোস্টে দেখা গেছে। চুলের খোপায় ছিল গোলাপ আর মাথায় টিকলি, কপালে চন্দনের টিপ আর সাথে গা ভরা গহনা। মাথায় সোনার মুকুট সহযোগে একেবারে নববধূ লাগছিল শ্রাবন্তী চ্যাটার্জিকে।
ইনস্টাগ্রামে পোস্ট করা কিছু ছবি আর ভিডিওতে তার এই লুকের কারণে চর্চিত হচ্ছেন তিনি। ব্যক্তিগত জীবন ও পেশাগত জীবনের কারণে বহুবার বহুবার বউ সাজতে হয়েছে তাকে। এবার একটি ফ্যাশন হাউজের জন্য ব্রাইডাল ফটোশুট করলেন তিনি। সবকিছু ঠিক থাকলেও ব্যাপারটিকে ভালোভাবে নেন নি একদল নেটিজেন। বরং তারা রীতিমত কটাক্ষ করছেন শ্রাবন্তীকে।
কেউ জানতে চেয়েছেন “আর কটা বিয়ে করবা খুকি?”, আবার কেউ বলছেন ” আবার একটা বিয়ে! আমি কেন মরি না।”। এসব ছাড়াও বারবার অনেকে জানতে চেয়েছেন চতুর্থ বিয়ে কবে হলো বা কবে করতে চলেছেন শ্রাবন্তী। তবে এইসব কটাক্ষের পাশাপাশি অনেকেই শ্রাবন্তী রূপের প্রশংসা করেছেন।
এহেন সুন্দরী অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী ২০০৩ সালে পরিচালক রাজীবকে (Rajib) বিয়ে করেন। তাদের ঘর আলো করে আসে পুত্র সন্তান অভিমন্যু (Abhimanyu ) ওরফে ঝিনুক। পরে অবশ্য তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। এরপর ২০১৬ সালের জুলাই মাসের তৎকালীন প্রেমিক কৃষাণ বিরাজ (Krishan Viraj) কে বিয়ে করেন তিনি। ২০১৭ এর আগস্ট মাসে সেই সংসারেও ভাঙ্গন ধরে। এরপর ২০১৯ সালের ১৯শে এপ্রিল তৎকালীন প্রেমিক রোশান সিংয়ের (Roshan Singh ) সঙ্গে বিয়ে করেন শ্রাবন্তী চ্যাটার্জী (Shrabanti Chatterjee)। কিন্তু এই সংসারও বেশি দিন টেকেনি।