বর্তমানে পেট্রোল এবং ডিজেলের দাম আকাশছোঁয়া। ফলে ইচ্ছা থাকা সত্ত্বেও অনেকেই গাড়ি কিনতে পারছেন না। ফলে বিকল্প হিসেবে বাজারে এসেছে ইলেকট্রিক গাড়ি, বাইক, স্কুটার। খুব কম খরচে এই ধরনের ইলেকট্রিক গাড়ি, বাইক, স্কুটার পাওয়া যায়। তাই বর্তমানে ইলেকট্রিক গাড়ির বাজারগত চাহিদাও উর্দ্ধমুখী। তবে এবারে টাটার তরফে বাজারে আনা হল এক অভিনব ইলেকট্রিক গাড়ি, যার চাহিদা বৃদ্ধি পাচ্ছে দিনকে দিন।
বর্তমানে গাড়ির মার্কেটে সর্বাধিক চাহিদাসম্পন্ন গাড়ি হল Tata Tiago EV। আর এই গাড়িটি বুক করা যাবে মাত্র 21 হাজার টাকার বিনিময়ে। জেনে নিন বিস্তারিত–
এই গাড়িটি অনলাইন এবং অফলাইন দুইভাবে বুক করা যাচ্ছে। টাটা মোটরসের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে এই গাড়িটি প্রি-বুক করতে পারবেন ক্রেতারা। টাটা মোটরসের অফিশিয়াল ওয়েবসাইটে গাড়িটি প্রি-বুকের ক্ষেত্রে ইমেইল,এসএমএস অপশনস রয়েছে। অফলাইন বুকিংয়ের ক্ষেত্রে নিকটবতী টাটা মোটরস ডিলারশিপের সাথে যোগাযোগ করে ডকুমেন্ট ছাড়াই অক্টোবর মাসের শেষ পর্যন্ত বুক করতে পারবেন এই গাড়িটি।
বুকিং এর সময় ক্রেতাদের দিতে হবে মাত্র 21 হাজার টাকা। কোনও কারণে যদি বুকিং কন্ফার্ম না হয়, তাহলে 21 হাজার টাকা ফেরত পেয়ে যাবেন ক্রেতারা ডিলারশিপের পক্ষ থেকে।
বুকিং কনফার্মেশনের খবর রেজিস্টার্ড ইমেইল এড্রেস এবং এসএমএসের মাধ্যমে দেয়া হবে।
এখনই যদি গাড়িটি বুক করেন, তাহলে গ্রাহকরা টাটা টিয়াগো গাড়িটিকে টপিক্যাল মিস্ট, প্রিষ্টিন হোয়াইট, টিল ব্লু, ডেটোনা গ্রে, মিডনাইট প্লানের মতো কিছু রং-এর এর বিকল্প পেতে পারেন। তবে 2023 সালের জানুয়ারি,ফেব্রুয়ারি মাস থেকে ক্রেতারা গাড়ির ডেলিভারি দেওয়া শুরু হবে। সেই সময়েই পাবেন গাড়িটি।