ট্রেন্ডিং নিউজটেক নিউজবিনোদনভাইরাললাইফ স্টাইলঅফবিট

বাবা সামান্য AC মেকানিক, সমস্ত প্রতিকূলতাকে জয় করে CAT পরীক্ষায় ৯৯.৭৮% নম্বর পেল ছেলে

Published on:

জীবনে লড়াই প্রত্যেককেই কমবেশি করতে হয়। কিছু কিছু মানুষের জীবনের গল্প হয় মন ছোঁয়া। তেমনই একজনের কথা শুনলে অবাক হবেন সকলেই। নাম রাজিন মনসুরি। ইঁনি ছোট থেকেই লড়াই করেছেন আর্থিক প্রতিকূলতার সাথে। কিন্তু সেই প্রতিকূলতাকে প্রতিকূলতা না ভেবে তিনি জীবনে লড়াই করেছেন। আর লড়াই করে স্থাপন করেছেন নজিরবিহীন দৃষ্টান্ত।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

রাজিন মনসুরি, আহমেদাবাদের জুহাপুরা এলাকার বাসিন্দা। রাজিনের বাবা পেশায় একজন এসি মেকানিক। ছোট থেকেই আর্থিক সমস্যা গ্রাস করেছে রাজিনকে। তাও তিনি লড়াই করেছেন আজীবন। তিনি ‘কমন অ্যাডমিশন টেস্ট’ (CAT) পরীক্ষায় ৯৯.৭৮ পার্সেন্টেজ নিয়ে সফল হয়েছেন। ছোটবেলা থেকে তিনি পড়াশোনায় ভালো ছিলেন।পরবর্তীতে ঠিক করেন ম্যানেজমেন্ট পড়বেন। সেই মতো গত বছর ক্যাট পরীক্ষায় বসেন। তবে ভালো ফল না করতে পারায় তিনি এবারে আবার পরীক্ষায় বসেন এবং দূর্দান্ত ফলাফল করেছেন।

Image 179, বাবা সামান্য Ac মেকানিক সমস্ত প্রতিকূলতাকে জয় করে Cat পরীক্ষায় ৯৯.৭৮% নম্বর পেল ছেলে, বাবা সামান্য Ac মেকানিক, সমস্ত প্রতিকূলতাকে জয় করে Cat পরীক্ষায় ৯৯.৭৮% নম্বর পেল ছেলে

রাজিন মনসুরি নিজে ইঞ্জিনিয়ারিং পাশ করে ৬ লক্ষ CTC-র চাকরি পেয়েছিলেন। তবে রাজিন চাকরি না করে ম্যানেজমেন্ট পড়তে শুরু করেন। এই প্রসঙ্গে রাজিন জানিয়েছেন, “আমাদের পরিবারের আর্থিক অবস্থা আদৌ ভালো নয়। তাই স্কুলে পড়ার সময় থেকেই আমার লক্ষ্য থাকত বৃত্তি পাওয়ার। ঐভাবেই আমি আমার স্কুলের পড়াশেষ করি। তারপর আহমেদাবাদ বিশ্ববিদ্যালয় থেকে মেধাবৃত্তি পেয়ে ইঞ্জিনিয়ারিং পাশ করি।’ সাথে তিনি এটাও বলেন, ‘আমার মত লড়াই করে যাঁরা স্বপ্নপূরণের চেষ্টা করছে তাঁদেরকে আমি সাহায্য করতে চাই’।”

About Author
Tamalika Sengupta

বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।