গাছ লাগাতে অনেকেই ভীষণ ভালোবাসেন। কেউ কেউ ভালোবাসেন ফুলের গাছ লাগাতে। কেউ কেউ ভালবাসেন ফল বা সবজির গাছ লাগাতে। পেয়ারা (Guava) আমাদের অতি পরিচিত একটি ফল। পেয়ারা খেতে ভালোবাসেন অনেকেই। পেয়ারার পুষ্টি গুন ও প্রচুর। পেয়ারাতে ভিটামিন এ ও সি রয়েছে। পেয়ারা খুবই উপকারী একটি ফল। বাড়িতেই পেয়ারা গাছ লাগানোর একটি বিশেষ উপায় রয়েছে। জেনে নেওয়া যাক সেটা কি।
এভাবে পেয়ারা গাছ লাগানোর জন্য কতগুলি বোটাযুক্ত পেয়ারা পাতা নিতে হবে। এরপর সেই পাতার বোটার মধ্যে টুথপেস্ট লাগিয়ে সেটিকে রোদে রেখে দিতে হবে। এরপর একটি ছোট্ট টবে বালি ও ছোবড়া গুঁড়ো করে মেশাতে হবে। তারপর সেই পাতাগুলি একটি টবে পুতে প্লাস্টিক দিয়ে মুড়ে টবটিকে ছায়াযুক্ত স্থানে রাখতে হবে।
এরপর এক মাস পর পাতাগুলো বের করলে দেখা যাবে পাতাগুলির বোটা থেকে মূল বেরিয়েছে। এরপর একটি বড় টব নিয়ে সেই টবের মধ্যে মাটি দিতে হবে। মাটির উপরে জৈব সার দিতে হবে এবং তারপরে মূলযুক্ত পেয়ারা পাতাগুলোকে পুঁতে দিতে হবে। এরপরেই দেখা যাবে সেটি একটি চারা গাছ হয়ে গেছে এবং তারপর কদিন পর সেখানে পেয়ারাও ফলতে শুরু করবে। তবে ভালো করে সেই গাছটির পরিচর্যা নিতে হবে। উপযুক্ত জল, রোদ এবং সার পেলে অবশ্যই এই গাছে পেয়ারা ফলবে