Bipasha Basu: মা হ‌ওয়া একেবারেই সোজা ব্যাপার নয়! নিজের প্রেগন্যান্সির অভিজ্ঞতা এবং নিজের মাতৃত্বের ছবি ভাগ করলেন বিপাশা বসু

যেসব বাঙালি অভিনেত্রী বলিউডে রীতিমতো রাজ করেছেন, তাদের মধ্যে একজন জনপ্রিয় অভিনেত্রী বিপাশা বসু (Bipasaha Basu)। তাঁর সৌন্দর্যে মুগ্ধ নয় থেকে নব্বই। অভিনেত্রীর সাথে বিয়ে হয়েছে এক পাঞ্জাবি নায়ক করন সিংয়ের। প্রায় সাত বছর আগে একটি সিনেমা করার সময় তাঁদের দুজনের আলাপ হয়। তারপরে তারা সম্পর্কে আবদ্ধ হন। 6 বছর আগে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার স্বামী তার থেকে বয়সে অনেকটাই ছোট। বিয়ের পরে প্রচুর সমালোচনা চলেছিল এই নিয়ে।

কিন্তু নিন্দুকদের কথায় তোয়াক্কা করেননি দুজনে। বর্তমানে তাঁরা সুখী দম্পতি। এই বছর আগস্ট মাসে তিনি নিজের প্রেসনেন্সির খবর (Pregnancy) দিয়েছিলেন স্যোশাল মিডিয়ায়। আর গত মাসে তাঁর সাধ হয়ে গেছে। শাঁখা, পলা, সিঁদুর এবং শাড়িতে সেজে শাঁখ-উলুধ্বনির মাঝে বসে সাধের অনুষ্ঠান পালন করতে দেখা যায় বিপাশা বসুকে।

গোলাপি রঙের শাড়ি আর হালকা সোনার গয়নায় তিনি একেবারে বাঙালির সাজে ধরা দিয়েছিলেন। এমনকি বাঙালিদের মতো চন্দন, ধানদূর্বা দিয়ে অন্তঃসত্ত্বা মেয়েকে আশীর্বাদও করেন তিনি। এমনকি সেই ছবি স্যোশাল মিডিয়ায় পোস্ট করে লিখেছিলেন “আমার সাধ! ধন্যবাদ মা।”

এবারে তিনি স্যোশাল মিডিয়ায় ভাগ করে নিলেন নিজের মাতৃত্বের অভিজ্ঞতা এবং ছবি। তিনি সোশ্যাল মাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে অভিনেত্রীর পরনে আছে সাদা শার্ট। আর শার্টের ফাঁক দিয়ে বিপাশার বেবি বাম্প দেখা যাচ্ছে।আর সেটি যত্ন করে আগলে সন্তানের হবু বাবা করণ সিং। এই ছবিটি বিপাশা বসু সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন।

একইসাথে এই ছবিটির ক্যাপশনে বিপাশা লিখেছেন “নতুন সময়, নতুন পর্ব, নতুন আলো আসতে চলেছে আমাদের জীবনে। আমরা শুরুতে যে যার মতো করে নিজেদের জীবন শুরু করি, একা, আর তারপর ধীরে ধীরে সেই চলার পথের একে অপরের সঙ্গে দেখা। সেই শুরু এক থেকে দুইয়ের পথ চলা। আর এবার আামদের এই ভালাবাসার যাত্রা পথে যোগ হতে চলেছে আরও একটি নাম। আপনাদের আশীর্বাদ আমাদের পাথেয় হোক। দুর্গা দুর্গা!”

Leave a Comment