বলিউড হোক টলিউড, ফিল্ম ইন্ড্রাস্ট্রির আনাচে কানাচে লুকিয়ে থাকা বিভিন্ন বিতর্ক মাঝে মাঝেই প্রকাশ্যে চলে আসে। প্রকাশ্যে আসে ফিল্ম ইন্ডাস্ট্রির অন্ধকারতম দিক। বলিউডের মতো টলিপাড়াও যে নাকি নোংরামিতে ভরা– এই বিষয়ে মতামত প্রদান করেছেন বহু তারকা। বলিউড নিয়ে তো রটনার শেষ নেই। বলিউডের নানা কেচ্ছাও বহুবার প্রকাশ্যে এসেছে। কাজ পাইয়ে দেওয়ার নাম করে বা ভালো কাজের সুযোগ দেওয়ার নাম করে বারংবার অভিনেতা-অভিনেত্রীদের কুপ্রস্তাব দেওয়া বা ধর্ষণের হুমকি দেওয়া নতুন ঘটনা নয়। বলিউডে এইসব ঘটনার খবর প্রায়ই জনসমক্ষে চলে আসে। এবারে এই ব্যাপারে প্রকাশ্যে এল রূপাঞ্জনা মিত্রের (Rupanjana Mitra) সাথে ঘটে যাওয়া খারাপ ঘটনার ঝলক।
রূপাঞ্জনা মিত্র (Rupanjana Mitra) বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছেন। এখনও করছেন। কখনও দর্জার ননদ তো কখনও দাপুটে শাশুড়ি।আবার কখনও স্নেহময়ী। বিভিন্ন সময়ে বিভিন্ন চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের মন জয় করেছেন। এখন তিনি ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) ধারাবাহিকে অভিনয় করছেন। সেখানে তিনি দাপুটে অথচ স্নেহময়ী শাশুড়ি। তাঁর নরম গরম এক্সপ্রেসন, অভিনয় দর্শকদের কাছে প্রচুর জনপ্রিয়তা পেয়েছে।
সম্প্রতি রূপাঞ্জনা মিত্রের ব্যক্তিগত জীবনের অজানা তথ্য উঠে এসেছে সংবাদ মাধ্যমে। তিনি এর আগে কাস্টিং কাউচের অভিযোগ করেছিলেন। অভিযোগ উঠেছিল পরিচালক অরিন্দম শীলের (Arindam Sil) বিরুদ্ধে। রূপাঞ্জনার অভিযোগ করেছিলেন, বেশ কয়েক বছর আগে পরিচালক অরিন্দম ‘ভূমিকন্যা’ সিনেমার স্ক্রিপ্ট শুনতে অভিনেত্রীকে কলকাতার অফিসে ডেকে পাঠিয়েছিলেন। সেখানে অভিনেত্রীকে অরিন্দম অশ্লীল অঙ্গভঙ্গি করেন এবং কু-প্রস্তাব দেন। সেখান থেকে তিনি পালিয়ে আসেন।
এছাড়াও তাঁর জীবনের আরেকটি অজানা দিক হল, ২০১৭ সালে রূপাঞ্জনার বিবাহ বিচ্ছেদের পরে তিনি সিঙ্গেল মাদার হিসেবে ৮ বছরের ছেলের দায়িত্ব নেন। তবে বর্তমানে পরিচালক রাতুল মুখার্জী রয়েছেন অভিনেত্রীর জীবনে। ‘বাঘ বন্দী খেলা’ সিরিয়াল থেকেই পরিচালক রাতুল মুখার্জীর সাথে অভিনেত্রীর আলাপ। সেখান থেকেই নাকি রাতুলের এবং রূপাঞ্জনার প্রেম শুরু। এই নিয়ে তুমুল চর্চা চলে স্যোশাল মিডিয়ায়। তবে অভিনেত্রী বা পরিচালক কেউই এই বিষয়ে কখনও কিছু বলেননি।