ট্রেন্ডিং নিউজটেক নিউজবিনোদনভাইরাললাইফ স্টাইলঅফবিট

চিনে ‘কোভিড বিস্ফোরণ’! একদিনের আক্রান্ত সাড়ে ৩ কোটিরও বেশি! ভেঙে পড়েছে স্বাস্থ্য পরিকাঠামোও

Published on:

বর্তমানে একথা সকলেরই জানা যে চীনে (China) আবারো করোনা সংক্রমনের হার ঊর্ধ্বমুখী হয়েছে। সেখানে জিরো কোভিড নীতি শিথিল করা হয়েছিল। তারপর থেকেই ভীষণভাবে বেড়ে গেছে করোনা আক্রান্তের সংখ্যা। এর ফলে পার্শ্ববর্তী দেশগুলি ও বর্তমানে আশঙ্কায় ভুগছে। সংক্রমণের এতটাই বেড়ে গেছে যে কিভাবে সংক্রমণ কমানো হবে সেটি বোঝা যাচ্ছে না। জানা যায় যে একদিনে সাড়ে তিন কোটির বেশি মানুষ আক্রান্ত হয়েছে। যা রীতিমতো ভয় সৃষ্টি করেছে মানুষের মনে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

জানা যায় যে এই মাসের কুড়ি তারিখ পর্যন্ত চীনের মোট জনসংখ্যার প্রায় ১৮ শতাংশ মানুষ করোনাতে আক্রান্ত হয়েছেন। রাজধানীর অর্ধেক মানুষই করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। জানুয়ারি (January) মাসের শেষের দিকে চীনের বেশিরভাগ শহরে কোভিড আক্রান্তের সংখ্যা ভীষণভাবে বেড়ে যাবে বলে মনে করা হয়েছে। এর ফলে এখন কি পদক্ষেপ নেওয়া হবে সেটাই বুঝে উঠতে পারছেন না অনেকেই। অপরদিকে ভারত সহ বিভিন্ন দেশেই আশঙ্কার হাওয়া বইছে। কারণ ২০২০ সালেও চীনের থেকেই করোনা প্রবেশ করেছিল ভারতে।

বর্তমানে হাজার হাজার মানুষ মৃত হচ্ছে করোনাতে। অবস্থা হয়ে উঠেছে আগের থেকেও ভয়াবহ। ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারিতে আক্রান্তের সংখ্যা ভীষণ মাত্রায় বাড়বে বলেই মনে করা হয়েছে। এই খবর সকলের মনে আশঙ্কা সৃষ্টি করেছে। বিভিন্ন শহরগুলিতে প্রচুর মানুষ আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

About Author
Tamalika Sengupta

বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।