ট্রেন্ডিং নিউজটেক নিউজবিনোদনভাইরাললাইফ স্টাইলঅফবিট

আরও জোরে ঘুরছে পৃথিবী, ২৪ ঘন্টার কম সময়ে ঘুরল পৃথিবী, দুশ্চিন্তায় বিজ্ঞানীরা

Published on:

এই পৃথিবীতে ঘটে চলা কতো কিছুই না আমাদের অজানা। তেমনই পৃথিবীর বাইরেও ঘটে চলে নানান ঘটনা আমাদের অজানা। সেই ঘটনাগুলো আমরা নেট দুনিয়া থেকে জেনে থাকি অনেক সময়েই। সম্প্রতি তেমনই একটি ঘটনা জানা গেছে। পৃথিবী নাকি ২৪ ঘন্টার আগেই ঘূর্ণন সম্পূর্ণ করেছে ২৯ শে জুলাই। এমনিতে সকলে জানেন যে, পৃথিবী ঘূর্ণন সম্পূর্ণ করে ২৪ ঘন্টায়। কিন্তু ২৯ শে জুলাই ১.৯ মিলিসেকেন্ড আগে পৃথিবী একটি ঘূর্ণন সম্পন্ন করেছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এই বিষয়টি শুনে খুব সাধারণ বিষয় মনে হলেও। বিষয়টি নিয়ে বেশ আতঙ্ক প্রকাশ করেছেন বিজ্ঞানীরা। কারণ জানেন কি? বিজ্ঞানীদের মতে, পৃথিবীর ঘূর্ণন গতির সময় কমলে সমস্যায় পড়বে যোগাযোগ ব্যবস্থা। গ্রহটি প্রতি শতাব্দীতে একটি ঘূর্ণন (Earth rotation) সম্পূর্ণ করতে কয়েক মিলিসেকেন্ডের বেশি সময় নিচ্ছে। ২০২০ সাল নাগাদ পৃথিবী ৬০ বছরের মধ্যে সবচেয়ে ছোট মাস দেখেছিল। ১৯ জুলাই ২০২০ তারিখটি ২৪ ঘন্টার চেয়ে ১.৪৭ মিলিসেকেন্ড কম সময়ে ঘূর্ণন শেষ করে।

কিন্তু হঠাৎ করে কেনই বা পৃথিবীর ঘূর্ণন বেগ বৃদ্ধি পাচ্ছে, জানেন কি? এই নিয়ে বিজ্ঞানীদের মতের মধ্যে ভেদ রয়েছে। কেউ মনে করেন, পৃথিবীর ভৌগলিক মেরুর অবস্থান দ্রুত ঘূর্ণনের জন্য দায়ী। কোনও কোনও বিজ্ঞানীর মতে, পৃথিবীর জলবায়ুর পরিবর্তন, সমুদ্রের তরঙ্গের গতিবিধি এবং পৃথিবীর কেন্দ্রকে পৃথিবীর ঘূর্ণনের গতি বৃদ্ধির জন্য দায়ী করেছেন।

কিন্তু বিজ্ঞানীদের মতে, এই গতি এইভাবে বাড়তে থাকলে এক সেকেন্ডে ১ সেঞ্চুরি পূর্ণ করবে পৃথিবী। ফলতঃ সময়ের সাথে ১ লিপ সেকেন্ড যোগ হবে। আর এই সমস্যা তৈরি হলে বৈজ্ঞানিক তথ্য, প্রযুক্তিগত সমস্যা দেখা যাবে। প্রোগ্রামগুলিও সমস্যা দেখা যাবে।

About Author
Tamalika Sengupta

বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

Leave a Comment