Honda E MTB: ইলেকট্রনিক স্কুটার, বাইক ও চার চাকার পর বাজারে এল নতুন ইলেকট্রনিক বাই-সাইকেল। যা এক চার্জে ৮০ কিমি চলতে পারে। জলের দামে পাওয়া যাবে এই ইলেকট্রিক সাইকেল। আজকের প্রতিবেদনে এই বাইসাইকেলটির বিশেষত্বগুলি জেনে নিন।
বর্তমানে বিভিন্ন কোম্পানি তাদের ইলেকট্রিক সাইকেল লঞ্চ করেছে। সবেতেই রয়েছে নানা রকম ফিচার্জ তবে হোন্ডার যে ইলেকট্রিক সাইকেলটি আছে তাতে রেঞ্জের নজর কাড়বে এর অত্যাধুনিক ফিচার্স। ইলেকট্রিক সাইকেলটি অত্যাধুনিক বৈশিষ্ট্যর সাথে আকর্ষণীয় দেখতে হবে বলে দাবি সংস্থার।
Honda E MTB: ইলেকট্রনিক বাইসাইকেলের গতি ও রেঞ্জ:
হন্ডার এই ইলেকট্রিক সাইকেলটির নাম Honda E MTB যেটি আপনাকে 80 কিলোমিটারের একটি দারুন রেঞ্জ দেয় আর এর গতি ঘন্টায় 45 কিমি। সাইকেল কি এখনো বাজারের লঞ্চ হয়নি তবে খুব শীঘ্রই এটিই বাজারে প্রবেশ করতে চলেছে। 250 ওয়াটের ওই মোটর স্কুটারের মতো কর্মক্ষমতা প্রদান করে।
Honda E MTB: ইলেকট্রনিক বাইসাইকেলের দাম:
আশা করা হচ্ছে এই সাইকেলটির দাম রাখা হবে 19,989 টাকা। অর্থাৎ একটি ইলেকট্রিক স্কুটারের থেকে এর দাম যেমন, তার থেকে অনেকাংশে কম এই সাইকেলের। তেমন এই দামে আবার ইলেকট্রিক স্কুটারের মতো ফিচার পেয়ে যাবেন। নিত্যদিনের ব্যবহারের জন্য এক দারুন বিকল্প হতে চলেছে Honda E MTB.
তবে আপনার বাজেট যদি কম হয় তাহলেও চিন্তা করবেন না আপনি EMI তেও এই স্কুটারটি কিনে দিতে পারবেন এর জন্য আপনাকে প্রতিমাসে মাত্র ২ হাজার টাকা করে কিস্তি দিতে হবে। আপনাকে এই কিস্তি টানতে হবে ৯ মাস পর্যন্ত।
1 thought on “Honda E MTB: একবার সম্পূর্ণ চার্জে ছুটবে ৮০ কিমি; মাত্র ২ হাজারে আজই ঘরে আনুন Honda-এর ধাসু ই-সাইকেল”