Honda Shine 100: সারাদিনের খুঁটিনাটি কাজ,অফিসে যাওয়া আসা,একটু কাছে পিঠে ঘুরে আসার জন্য প্রত্যেক মধ্যবিত্তদেরই পছন্দ একটু বেশি মাইলেজ দেওয়া কমিউটার বাইক।এই ধরনের বাইকগুলির মূল সুবিধা হল এগুলো দামের দিকেও যেমন সাশ্রয়ী তেমনই মাইলেজ ও দিয়ে থাকে চমৎকার।এই ধরনের বাইকের তালিকায় প্রথম সারিতেই থাকে Hero Honda।বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল বাজারে নতুন গাড়ি আনতে চলেছে Honda। ভারতীয় বাজারে সেই অপেক্ষা দূর করে আগের বছরই মার্চ মাসে তারা লঞ্চ করেছে Honda Shine 100।
Honda Shine 100: Specifications
মোটরসাইকেলের দামও রাখা হয়েছে একেবারে হাতের নাগালে। মূলত Hero Splendor এর আধিপত্য কমাতে Shine 100 এর সঙ্গে গ্রাহকদের পরিচয় করায় সংস্থা। এ কথা ঠিক বাজারে Splendor এর যোগ্য বিকল্প খুঁজে পাওয়া কঠিন। কিন্তু সম্প্রতি Honda Shine এ যে অফারের ঘোষণা করেছে সংস্থা তাতে ভাবতে বাধ্য হয়েছেন গ্রাহকদের একাংশ।দুই বাইকই বেশ সোয়ানে সোয়ানে টক্কর দিচ্ছিল।
আরও পড়ুন: Yamaha RX 100: 200CC ইঞ্জিন ও দুর্দান্ত মাইলেজ সহ বাজারে কামব্যাক করতে চলেছে Yamaha RX 100
কিন্তু কিছুদিন আগেই হন্ডা জানিয়েছে, Shine 100 এর উপর 10 বছর ওয়ারেন্টি পাবেন ক্রেতারা। অর্থাৎ বাইক একবার কিনে নিলে টানা 10 বছর নিশ্চিন্ত।সাধারণত কমিউটার বাইকে মেইনটেনেন্স খরচ খুবই কম থাকে। তার উপর এমন অফার শুনে উৎসাহিত অনেকেই। অপরদিকে একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে, Honda Shine 70 কিমি ছুঁইছুঁই মাইলেজ দিতে সক্ষম। সংস্থাও লঞ্চের সময় জানিয়েছিল এই বাইকে 65 কিমি প্রতি লিটার মাইলেজ পাওয়া যাবে। Honda Shine 100-তে ইঞ্জিন রয়েছে 98 সিসি এয়ার কুল্ড ইঞ্জিন সঙ্গে 4 স্পিড গিয়ার। সাসপেনশনের ক্ষেত্রে টেলিস্কপিক ফর্ক পাওয়া যাবে। এছাড়া রয়েছে অ্যালয় হুইল, অলওয়েজ অন হেডলাইট ফাংশান এবং অ্যানালগ ক্লাস্টার।
Honda Shine 100: Price
Honda Shine 100-তে ইঞ্জিন রয়েছে 98 সিসি এয়ার কুল্ড ইঞ্জিন সঙ্গে 4 স্পিড গিয়ার। সাসপেনশনের ক্ষেত্রে টেলিস্কপিক ফর্ক পাওয়া যাবে। এছাড়া রয়েছে অ্যালয় হুইল, অলওয়েজ অন হেডলাইট ফাংশান এবং অ্যানালগ ক্লাস্টার।
Honda Shine 100 এর এক্স-শোরুম দাম 64,900 টাকা। রঙের ক্ষেত্রে বিকল্প থাকছে – রেড স্ট্রিপের সঙ্গে ব্ল্যাক, ব্লু স্ট্রিপের সঙ্গে ব্ল্যাক, গ্রিন স্ট্রিপের সঙ্গে ব্ল্যাক এবং গোল্ড ও গ্রে স্ট্রিপের সঙ্গে ব্ল্যাক।আপনি চাইলে ইএমআই এর মাধ্যমে বাইকটি কিনে নিতে পারবেন। এক্ষেত্রে আপনাকে মাত্র 3999 টাকা ডাউন পেমেন্ট করতে হবে। বাকি টাকা 9.99% সুদের হারে মাসিক কিস্তি দিতে হবে।
1 thought on “Honda Shine 100: মাত্র 3999 টাকায় ঘরে আনুন এই মাইলেজ কিং বাইক! জানুন বিস্তারিত”