Bajaj Avenger 400: টু-হুইলারের ভারতীয় বাজারে বেশ বিখ্যাত একটি কোম্পানি বাজাজ। এই বিখ্যাত কোম্পানির ভিন্ন ভিন্ন ধরনের বাইকের মডেল আপনারা ভারতের রাস্তায় প্রত্যেকেই দেখে থাকবেন। আজ এই প্রতিবেদনে আমরা জনপ্রিয় এই সংস্থারই একটি ক্রুজার বাইকের সম্বন্ধে আলোচনা করতে চলেছি,যাতে রয়েছে 373cc ইঞ্জিন।
Bajaj Avenger 400: ইঞ্জিন:-
বাজাজ কোম্পানির এই বাইকটিতে 373cc লিকুইড কুল্ড 4 ভালভ সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। এই ইঞ্জিন সর্বোচ্চ 35 PS শক্তি ও 35 Nm টর্ক উৎপাদন করে। ইঞ্জিনের সাথে 6 স্পিড গিয়ার বক্স রয়েছে।অতিরিক্ত সুরক্ষার জন্য বাইকটির সামনের ও পিছনের চাকায় ডিস্ক ব্রেক দেওয়া আছে। ডুয়েল চ্যানেল আবশ এর পাশাপাশি এই বাইকে ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোলের সুবিধাও পেয়ে যাবেন।
Bajaj Avenger 400: ফিচার্স:-
বাজাজের এই ক্রুজার বাইকে রয়েছে ফুয়েল গেজ, ডিজিটাল স্পিডোমিটার, ডিজিটাল ওডোমিটার, ডিজিটাল টেকোমিটার আর ডিজিটাল ট্রিপমিটার। সেলফ স্টার্ট ফিচার ও যুক্ত করা হয়েছে এই বাইকে। Bajaj Avenger 400 মডেলে রয়েছে সিঙ্গেল সিট। LED হেডলাইট, LED টেইল লাইট, ম্যানুয়াল ট্রান্সমিশন ইত্যাদির পাশাপাশি আপনারা টিউবলেস টায়ারও পেয়ে যাবেন। এই বাইকে রয়েছে অ্যালয় হুইল। Bajaj Avenger 400 বাইকের সামনের দিকে টেলিস্কোপিক ফোর্ক আর পিছনে গ্যাস চার্জড টুইন শক অ্যাবজার্ভার রয়েছে।
আরও পড়ুন: Honda Shine 100: মাত্র 3999 টাকায় ঘরে আনুন এই মাইলেজ কিং বাইক! জানুন বিস্তারিত
Bajaj Avenger 400: বাইকের দাম:-
বাজাজের এই ক্রুজার বাইক অর্থাৎ Bajaj Avenger 400 বাইকের ভারতীয় বাজারে এক্স শোরুম মূল্য 1 লাখ 50 হাজার টাকা।
1 thought on “Bajaj Avenger 400: অত্যাধুনিক ফিচারস সহ বাজারে ফিরছে বাজাজ ক্রুজার বাইক! মাত্র ১ লাখ টাকায় ঘরে আনুন এই বাইক”