বাংলা সিনেমার মহানায়ক উত্তম কুমার। তার মৃত্যুর পেরিয়ে গেছে চার দশক। কিন্তু এখনও অমর রয়ে গেছেন মানুষের মনে। তার ব্যক্তিত্ব, অভিনয়, হাসি কোনটাই আজও ভুলতে পারেনি মানুষ। সেই চাহনি আজও স্মৃতিতে রয়ে গেছে বাঙালির। সর্বকালের সর্বসেরা মহানায়ক উত্তম কুমার আজও একইভাবে রয়ে গেছেন ইন্ডাস্ট্রিতে। গতকাল ছিল এই প্রবাদপ্রতিম মহানায়ক এর জন্মদিন।
Honey Bafna: পাঞ্জাবীতে মহানায়ক উত্তম কুমার! অবাঙালি নায়ক হানি বাফনার সাবেকি সাজ নজর কেড়ে নিলো নেট দুনিয়ার
Published on:
About Author