বিনোদনের (Entertainment) অন্যতম একটি মাধ্যম সোশ্যাল মিডিয়া (Social Media)। সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ছবি ও ভিডিও ভাইরাল হয়। যেগুলি দেখতে দর্শকরা ভীষণ পছন্দ করেন। এই ভিডিওগুলির এক একটি বিষয় হয় একেক রকম। মানুষের বিভিন্ন কার্যকলাপের ভিডিও যেমন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral) হয় তেমনি পশুদের বিভিন্ন কার্যকলাপের ভিডিও ও সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয়।
সাপ (Snake) একটি বিষাক্ত ও ভয়ংকর প্রাণী। সাপ দেখে ভয় পান না এমন মানুষের সংখ্যা কম। সাপ সংক্রান্ত বিভিন্ন ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রায়শই ভাইরাল হয়। যেগুলি দেখতে অনেকেই ভালোবাসেন আবার অনেকেই আতঙ্ক প্রকাশ করেন। সম্প্রতি সেরকম একটি ভয়ঙ্কর ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়াতে।
ভাইরাল হওয়া এই ভিডিওটিতে দেখা গেল টয়লেটের (Toilet) মধ্যে কালো রংয়ের একটি সাপ ঢুকে গেছে। দেখা গেছে সেটিকে সেখান থেকে বের করার চেষ্টা করা হচ্ছে কিন্তু সে কিছুতেই সেখান থেকে বেরোচ্ছে না। এরপরে সাপ বিশেষজ্ঞ এসে সেই সাপটিকে উদ্ধার করেন। তার নাম মির্জা মোহাম্মদ আরিফ (Mirza Mahammad Arif) ।
এছাড়াও সাপটিকে দেখা গেছে সে বারবার ফণা তুলে ছোবল মারতে চাইছে। তবে সেই লোকটি সাহস করে সাপ টির শরীরে যখন খোঁচা দেয় তখন সাপটি টয়লেট থেকে বেরিয়ে আসে। এরপরে সবটিকে বাইরে নিয়ে আসা হয় এবং তাকে একটি বস্তায় বেঁধে নিয়ে চলে যাওয়া হয়।
ভিডিওটি ‘মির্জা মহঃ আরিফ’ নামক ইউটিউব চ্যানেল (Youtube Channel) থেকে পোস্ট করা হয়েছিল। পোস্ট করার সঙ্গে সঙ্গে ভিডিওটি ভাইরাল হয়ে গেছে। কয়েক হাজার লোক ভিডিওটি দেখেছেন। কমেন্ট বক্সে অনেকেই আতঙ্ক প্রকাশ করেছেন । সেই লোকটির সাহসিকতার প্রশংসা করেছেন সকলেই।