ট্রেন্ডিং নিউজটেক নিউজবিনোদনভাইরাললাইফ স্টাইলঅফবিট

দেড় বছর বেরোইনি, নিজেকে বন্দি করেছিলাম! দেবশ্রীর সাথে বিচ্ছেদ নিয়ে প্রথমবার মুখ খুললেন বুম্বাদা

Published on:

অনেক বছর ধরে টলিউড ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত এমন একজন নায়ক হলেন প্রসেনজিৎ চ্যাটার্জী ।তাকে চেনেন না এমন মানুষের সংখ্যা কম। প্রচুর ছবি তিনি দর্শকদের উপহার দিয়েছেন। তাঁর ছবির সংখ্যা অসংখ্য । অনেক বছর ধরে তিনি টলিউডের সঙ্গে যুক্ত। বর্তমানেও তিনি বিভিন্ন সিনেমায় জোর কদমে অভিনয় করে চলেছেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Ddb7Db82 7Fd0 41E5 A135 24Ff0D2241F4, দেড় বছর বেরোইনি, নিজেকে বন্দি করেছিলাম! দেবশ্রীর সাথে বিচ্ছেদ নিয়ে প্রথমবার মুখ খুললেন বুম্বাদা, দেড় বছর বেরোইনি, নিজেকে বন্দি করেছিলাম! দেবশ্রীর সাথে বিচ্ছেদ নিয়ে প্রথমবার মুখ খুললেন বুম্বাদা

সম্প্রতি তার একটি সিনেমা মুক্তি পেতে চলেছে। সিনেমাটির নাম কাছের মানুষ। এই সিনেমাটিতে তার সঙ্গে রয়েছে বর্তমান প্রজন্মের অভিনেতা দেব এবং অভিনেত্রী ইশা সাহা। তবে এই সিনেমার প্রচারে গিয়েই এবারে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তাঁর ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছু কথা বললেন।

40Fa42A4 Fba0 4417 Bc45 A07D386389Bc, দেড় বছর বেরোইনি, নিজেকে বন্দি করেছিলাম! দেবশ্রীর সাথে বিচ্ছেদ নিয়ে প্রথমবার মুখ খুললেন বুম্বাদা, দেড় বছর বেরোইনি, নিজেকে বন্দি করেছিলাম! দেবশ্রীর সাথে বিচ্ছেদ নিয়ে প্রথমবার মুখ খুললেন বুম্বাদা

এ কথা সকলেরই জানা যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রথম স্ত্রী হলেন অভিনেত্রী দেবশ্রী রায় এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বর্তমান স্ত্রী হলেন অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায়। ব্যক্তিগত’ জীবন নিয়ে খুব একটা কথা বলতে শোনা যায়নি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। তবে এবারে তিনি মুখ খুললেন। তিনি বললেন যে প্রথম বিবাহ বিচ্ছেদের পর দেড় বছর তিনি ঘর থেকে বেরোন নি।

Bg Copy38 1, দেড় বছর বেরোইনি, নিজেকে বন্দি করেছিলাম! দেবশ্রীর সাথে বিচ্ছেদ নিয়ে প্রথমবার মুখ খুললেন বুম্বাদা, দেড় বছর বেরোইনি, নিজেকে বন্দি করেছিলাম! দেবশ্রীর সাথে বিচ্ছেদ নিয়ে প্রথমবার মুখ খুললেন বুম্বাদা

তবে তার পরে তার মনে হয়েছিল যে সত্যিটাকে এক্সেপ্ট করে তাকে বেরোতে হবে এবং তারপরে তিনি একেবারে শুটিং ফ্লোরে উপস্থিত হয়েছিলেন এবং আগামী তিন দিনে তিনি নাকি মোট নয়টি সিনেমার জন্য সই করেছিলেন। তিনি বলেছেন যে এটাই জীবন ।এছাড়াও তিনি তার পাশে থাকার জন্য পরিচালককে ধন্যবাদ জানিয়ে ছিলেন।

About Author

Leave a Comment