‘ট্রেন্ড’ কথাটার সাথে আমরা সকলেই ভীষণভাবে পরিচিত। ট্রেন্ডের সাথে তাল মিলিয়ে চলতে চায় সেলিব্রেটি থেকে শুরু করে সাধারণ মানুষ। আজকাল স্যোশাল মিডিয়ায় যখন যে গান ভাইরাল হয়, সেই গান নিয়েই চর্চা চলতে থাকে। আর সেই গানের সাথে নাচও ভাইরাল হয় স্যোশাল মিডিয়ায়। ট্রেন্ডে গা ভাসিয়েই সোশ্যাল মিডিয়ায় আজকাল অনেক রকমের গানের ভিডিও দেখা যায়। এই ভিডিওগুলি সবাই বেশ পছন্দও করেন। শুধু তাই নয় এই ভিডিওগুলি ব্যাপকভাবে ভাইরাল হয় নেট দুনিয়ায়।
তেমনই বাংলাদেশের সিলেট অঞ্চলের একটি জনপ্রিয় গান ‘নয়া দামান’। এই গানটি একটা সময়ে খুব ভাইরাল হয়েছিল।গানটি ট্রেন্ডে চলে এসেছিল। এখন অবশ্য গানটি ট্রেন্ডে নেই। তবে গানটির জনপ্রিয়তা কমেনি বিন্দুমাত্র। বরং গানটি এখনও সমানভাবে জনপ্রিয় নেট দুনিয়ায়। এই গানটির সাথে মাঝে মাঝেই নাচ করতে দেখা যায় বিভিন্ন জনকে।
সম্প্রতি এই গানে নাচের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যে ভিডিওতে দেখা যাচ্ছে পাঁচজন যুবতীকে। তারা শাড়ি পড়ে “নয়া দামান” গানে খুব সুন্দর ভাবে নাচ পরিবেশন করছেন। তারা একটি ছাদে নাচ পরিবেশন করছেন। তাদের মধ্যে কেউ লাল, কেউ আকাশী ,কেউ হলুদ, কেউ সাদা শাড়ি পড়ে নাচ করছেন। তাদের নাচের মধ্যে রয়েছে নতুনত্ব।
ভিডিওটি ‘কিউটনেস নেহা’ (cuteness neha) নামক ইউটিউব একটি ইউটিউব চ্যানেল থেকে ভাইরাল হয়েছে। এই ভিডিওটি প্রচুর মানুষ দেখে ফেলেছেন ইতিমধ্যে। ভিডিওটি অনেক মানুষ কমেন্ট ও শেয়ার করেছেন। ৫ লাখের বেশি মানুষ দেখে ফেলেছেন ইতিমধ্যে। লাইকের সংখ্যাও নেহাত কম নয়।