ট্রেন্ডিং নিউজটেক নিউজবিনোদনভাইরাললাইফ স্টাইলঅফবিট

Bajaj Pulsar N160: অত্যাধুনিক ফিচারস সম্পন্ন বাজারে এল Bajaj Pulsar; নতুন লুকে ঘায়েল বাইকপ্রেমিরা

Published on:

Bajaj Pulsar N160: এখন ভারতীয় বাজারে ফোর হুইলার (Four Wheeler) অপেক্ষা 2 হুইলারের(Two Wheeler) চাহিদা অনেকটাই বেশি।তাই নিত্য নতুন টু হুইলারের মডেল হাজির করছে বিভিন্ন অটোমোবাইল সংস্থা।ভারতীয় বাজারে বিভিন্ন অটোমোবাইল (Automobile) সংস্থা গুলির মধ্যে অন্যতম একটি হল Bajaj Automobile। গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে বিভিন্ন নিত্য নতুন মডেল নিয়ে হাজির করেছে সে। এই প্রতিবেদনে জেনে নেবো Bajaj এর লঞ্চ করা একটি নতুন মডেল সম্পর্কে। Bajaj এইবার বাজারে নিয়ে আসতে চলেছে নতুন মডেল,সেটা হলো Bajaj Pulsar N160।কি কি ফিচারস আছে, কত দাম পড়বে সব জানবো আজকের প্রতিবেদন থেকে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Bajaj Pulsar N160
Bajaj Pulsar N160

Bajaj বাজারে যে সমস্ত মডেল লঞ্চ করেছে সেগুলি বেশ পছন্দ হয়েছে গ্রাহকদের। Bajaj Motors স্বনামধন্য একটি কোম্পানি। Bajaj এর এই সিরিজের বাইক গুলি বেশ ভালই ব্যবসা করেছে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে।সেই কথা মাথায় রেখে গ্রাহকদের মন জিতে নিতে বাজাজ আবারও হাজির করতে চলেছে আধুনিক ফিচারস সম্পন্ন একটি দুর্দান্ত মডেল।সেটি হল Bajaj Pulsar N160। চলুন জেনে নিই এই নতুন মডেলের ফিচারস এবং ইঞ্জিনে ,মাইলেজ সম্পর্কে।

ইঞ্জিন এবং মাইলেজ (Engine & Mileage):

Bajaj Pulsar- এর এই নতুন মডেলটি দারুণ মাইলেজ দিচ্ছে।প্রতি লিটারে ৫৫ কিলোমিটার থেকে ৫৯ কিলোমিটার মাইলেজ দিচ্ছে।নতুন এই মডেলে রয়েছে 164.82cc অয়েল কুল্ড, 2 ভালভ,সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন।যা 8,750 rpm এ 15.8 bhp শক্তি ও 6,500 rpm এ 14.7Nm টর্ক উৎপাদন করে। এর সাথে রয়েছে 5স্পীড ট্রান্সমিশন।

মডেলটির ফিচারস (Bajaj Pulsar N160 Features):

  1. নতুন মডেলের এই বাইকে রয়েছে 17 ইঞ্চির টিউবেলেস টায়ার।
  2. USB চার্জিং পোর্ট ,ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার,গিয়ার পজিশন ইন্ডিকেটর রয়েছে।
  3. এতে টাইমার ক্লক থাকবে। যার সাহায্যে গ্রাহক সময় দেখতে পাবেন।
  4. ডবল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম রয়েছে।
  5. সুরক্ষা প্রদানের জন্য ডিস্ক ব্রেক রয়েছে।
  6. এছাড়া এই বাইকে রয়েছে শার্প ট্যাংক এক্সটেনশন,LED টেইল ল্যাম্প।
  7. ইঞ্জিনে প্রোডাকশনের জন্য আন্ডার বেলি কাউল ,মাল্টি স্পোক অ্যালয় হুইল,টুইন LED DRL, প্রজেক্ট হেড ল্যাম্প রয়েছে।
Bajaj Pulsar
Bajaj Pulsar

লুক এবং মূল্য (Bajaj Pulsar N160 Look& Price):

বাজাজের নতুন মডেলটির লুক Bajaj Pulsar N250 র মত দুর্ধর্ষ। দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে এই মডেল। একটি হল সিঙ্গেল চ্যানেল ABS এবং অপরটি হলো ডবল চ্যানেল ABS। সিঙ্গেল চ্যানেল ABS র মূল্য এক্স শোরুমে 1.23লাখ এবং ডবল চ্যানেল ABS র মূল্য 1.32 লাখ ।

আরও পড়ুন: TVS Apache RTR 160: এইবার মধ্যবিত্তের হাতের নাগালে TVS Apache; মাত্র ৩০০০ টাকায় ঘরে আনুন এই বাইক

About Author
Tiyasha Sen

বিগত প্রায় ২ বছর ধরে কলকাতা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।

Leave a Comment