TVS Apache RTR 160: বিশ্বের অন্যতম টু হুইলার প্রস্তুতকারী সংস্থা হল TVS Motors। এই কোম্পানি রেসিং দ্বারা অনুপ্রাণিত হয়ে বাজারে Apache লঞ্চ করেছে।এবার এই সিরিজে যুক্ত হতে চলেছে আর একটি নতুন মডেল।KTM কে টক্কর দিতে বাজারে হাজির KVS র নতুন মডেল। TVS Apache লঞ্চ করতে চলেছে TVS Apache RTR 160। এর লুক ইতিমধ্যে গ্রাহকদের খুব পছন্দ হয়েছে। এই মডেলটি প্রতি ঘন্টায় 110কিলোমিটার গতিতে যেতে পারবে।
TVS Apache RTR 160 Feature:
- বাইকের সামনের চাকায় ডিস্ক ব্রেক এবং পিছনের চাকায় আছে ড্রাম ব্রেক।
- অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম (Anti lock Breaking System) এতে রয়েছে।
- ব্লুটুথ কানেক্টিভিটি (Blutooth Connectivity) রয়েছে।
- ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার রয়েছে।
- ডিজিটাল ডিসপ্লে রয়েছে।
নতুন মডেলটির মাইলেজ:
যারা রাইডিং পছন্দ করেন তাদের জন্য আদর্শ মডেল হতে চলেছে এটি। বাইকটি প্রতি লিটারে 61 কিলোমিটার মাইলেজ দিতে পারে। খুব স্পিডে মডেলটি 107 কিলোমিটার থেকে 110 কিলোমিটার বেগে যেতে পারে।
অন্যান্য ফিচারস এবং রং:
TVS Apache RTR 160 বাইকটি পাঁচটি রঙে পাওয়া যাবে। পার্ল হোয়াইট,গ্লস ব্ল্যাক,রেসিং রেড,ম্যাট ব্লু, টি গ্রে।বাইকটির কার্ব ওয়েট 137 থেকে 140 কেজির মধ্যে।159.7cc এয়ার কুল্ড ইঞ্জিন রয়েছে।
মূল্য:
এই নতুন মডেলের বাইকটির মূল্য সম্পর্কে। এক্স শোরুমে এটির মূল্য 1.5 লাখ টাকা।কেউ যদি EMI সিস্টেমে কিনতে চান,তাহলে 25 হাজার টাকা ডাউন পেমেন্ট করে ,প্রতি মাসে 3000 টাকা করে দিতে পারেন।