Hero Splendor Plus: দীর্ঘ দিন ধরে যারা বাজেট ফ্রেন্ডলি বাইকের খোঁজ করছিলো তাদের জন্য দুর্ধর্ষ মাইলেজ সমৃদ্ধ বাইকে দারুন ছাড় দিচ্ছে Hero Motocorp। বর্তমানে পেট্রল এর যা দাম বেড়েছে তাতে নাভিশ্বাস উঠেছে আমেজনতার। বাইকে তেল ভরতে গিয়ে রীতি মতো হিমশিম খাচ্ছে আমজনতা। তাই বর্তমানে বেশিরভাগ মানুষ ইলেকট্রিক বাইক এর প্রতি আগ্রহী হচ্ছেন। তবে আর করতে হবে না কষ্ট Hero motocorpনিয়ে এসেছে দারুন অফার। একে বাড়ে কম দামে অত্যাধিক মাইলেজ সমৃদ্ধ বাইক নিয়ে হাজির হয়েছে এই সংস্থা।
Hero Splendor Plus Photo
বাইক কেনার আগে সবার প্রথম সাধারণ মানুষের মাথায় যে বিষয় টি আসে তা হলো মাইলেজ। বর্তমানে অনেকেই প্রায় জনপ্রিয় এই সংস্থার বাইক ব্যবহার করেন। কম মাইলেজের বাইক কেনা মানেই হলো বেশি খরচ ঠিক সেই কারণেই কম খরচে বেশি মাইলেজের বাইক নিয়ে হাজির হয়েছে Hero Motocorp। মাত্র 23 হাজার টাকা খরচে কেনা যেতে পেতে এই Hero splender বাইক টি। তবে বাইকটি তে রয়েছে বেশ কিছু বিশেষত্ব।
Hero Splendor Plus Images
সংস্থার তরফ থেকে জানানো হয়েছে যে বাইক টির ওজন 112 কেজি। Hero Splender Plus এ রয়েছে 9.8 লিটার ফুল ট্যাংক। প্রতি লিটার পেট্রোলে এই বাইক 60 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে পারবে। Hero Splender এ রয়েছে 92.7 সি সি ইঞ্জিন। যা 7.9 bhp শক্তি উৎপাদন করতে স্বক্ষম। এই ইঞ্জিনের পাশাপাশি রয়েছে 4 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিটার।
Hero Hero Splendor Plus এর এই সেকেন্ড হ্যান্ড বাইক টি মাত্র 23 হাজার টাকায় Olx থেকে আমজনতা কিনতে পারবে। Hero motocorp সংস্থার বেশ কিছু সেকেন্ড হ্যান্ড বাইক অফার দিয়ে olx বা Quikr এ পাওয়া যাচ্ছে।2009 সালের Hero Splendor Plus। এই গাড়িটির দাম রাখা হয়েছে মাত্র 30 হাজার টাকা। তবে এই বাইকে টি Olx এ নয় মিলছে Quikr এ।2014 সালের মডেলটির দাম রাখা হয়েছে 23 হাজার টাকা। এখনো পর্যন্ত বাইকটি চলেছে মাত্র 52,432 কিলোমিটার। তবে কেবলমাত্র এই একটি নয় 2017 সালের একটি মডেলও উপলব্ধ রয়েছে Olx এ। তবে এই বাইকটি কিনতে হলে তাহলে আমজনতাকে খরচ করতে হবে 30 হাজার টাকা। এখনো পর্যন্ত এই গাড়িটি চলেছে মাত্র 3 হাজার কিলোমিটার।
আরও পড়ুন: বাজারে এল CF Moto 300NK; জানুন বাইকটির দাম সহ আরও বিস্তারিত তথ্য