কথায় আছে পিতা স্বর্গ, পিতাই ধর্ম। পিতা হলেন সন্তানদের ভরসার কাঁধ। মা যেমন একটি সন্তানকে পৃথিবীর আলো দেখান, তেমনি তাকে হাতে ধরে হাঁটতে শেখান একজন পিতা। তাই একজন সন্তানের জীবনে মাতার থেকে পিতার ভূমিকা কোনো অংশে কম নয়।
দুজনেরই ভালোবাসা, সোহাগে বড় হয়ে ওঠে একটি শিশু। বিশেষত ছেলেদের কাছে পিতা হলেন বন্ধুর মত । একটু বয়স হলেই পিতার জামা পরা, পিতার মত কায়দা রপ্ত করা এই সবকিছুই শিখে নেয় একটি শিশু। তাই একজন শিশুর জীবনে পিতার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পিতা সন্তানের খেলার সঙ্গী হয়ে ওঠেন আবার সন্তানকে রক্ষাও করেন,আগলে রাখেন।
সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে বাবা-মেয়ের সেই সুন্দর সম্পর্কই ফুটে উঠেছে। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে যে একটি ট্রেনের দরজা ঘেঁষে বসে রয়েছেন এক পিতা। আর তাঁর কোলের কাছে দাঁড়িয়ে রয়েছে তাঁর ছোট্ট মেয়ে। লোকটির পাশে রাখা আছে বড় বস্তা। তাঁরা হয়তো বসার জায়গা পাননি।
View this post on Instagram
দেখে মনে হচ্ছে লোকটি হয়তো মেয়েকে নিয়েই কাজে বেরিয়েছেন।আবার এই ভিডিওতে দেখা গেছে যে, ওই ছোট্ট মেয়েটি তার বাবাকে ফল খাইয়ে দিচ্ছে। আবার দু’জনে হেসে হেসে কথা বলছে। ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সাক্ষী মেহরোত্রা। ভিডিওটির ক্যাপশনে লিখা “এমন মুহূর্তের জন্যই বাঁচতে চাই।” ৫৯ হাজারের বেশি লাইক এসেছে ভিডিওটিতে। এ যেন এক আবেগঘন মুহূর্ত বাবা-মেয়ের।