Maruti Alto 800: সর্ব ধর্ম সমন্বয়ের দেশ হল ভারতবর্ষ। মধ্যবিত্ত সম্প্রদায়ের বাস এখানে। দিন দিন গাড়ি কেনার চাহিদা বেড়ে চলেছে সবার মধ্যেই।কিন্তু বাজেট সাধ্যের মধ্যে থাকে না অনেকের। তাই মনের ইচ্ছে মনের মধ্যেই পোষণ করে রাখেন বেশিরভাগ মানুষ।কিন্তু এখন বিভিন্ন অটোমোবাইল সংস্থা মানুষের কথা চিন্তা করেছেন।সাধ্যের মধ্যেই নিয়ে আসছেন বিভিন্ন মডেল।এছাড়া বিভিন্ন সংস্থার EMI ফাইন্যান্স প্ল্যান চালু হয়েছে।যার ফলে গাড়ি কেনা আগের থেকে অনেকটা সহজ হয়ে গেছে।
দিন দিন সব জিনিসের দাম বেড়েই চলেছে।বিশেষ করে পেট্রোলের দাম এখন আকাশছোঁয়া।এছাড়া এতে পরিবেশ দূষণ অনেক।তাই বর্তমানে পরিবেশ দূষণ কমানোর জন্য বিভিন্ন ইলেকট্রিক গাড়ির মডেল বাজারে আনছে বিভিন্ন সংস্থা। Maruti ভারতীয় বাজারে নিয়ে আসতে চলেছে CNG মডেল।খুব কম দামেই গ্রাহক এই গাড়ি ক্রয় করতে পারবেন।তাও কোনো সেকেন্ড হ্যান্ড মডেল নয়।Maruti Alto 800 নতুন মডেল নিয়ে এসেছে।
Maruti Alto 800 ইঞ্জিন:
এই মডেল পেট্রোল আর CNG দুটো ভার্সনেই পেয়ে যাবেন। মোট ১০ টি ভ্যারিয়েন্ট পাওয়া যাবে,মডেলটির।এতে 796 cc ইঞ্জিন রয়েছে।ম্যানুয়াল ট্রান্সমিশন রয়েছে।Maruti Alto 800 পেট্রোল চালিত ভার্সন প্রতি লিটারে 22.05 কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম।CNG ভার্সন টি প্রতি লিটারে 31.59 কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম।এছাড়া এতে যে ইঞ্জিন ব্যবহার করা হয়েছে সেটি 41ps শক্তি এবং 60 Nm টর্ক উৎপন্ন করতে পারে।গড়ে প্রতি লিটার হিসেব করলে প্রায় 35 কিলোমিটার মাইলেজ দিতে পারে এই গাড়ি।
Maruti Alto 800 স্পেসিফিকেশন এবং ফিচারস:
- ১.এই গাড়িতে ৫ ম্যানুয়াল গিয়ার বক্স রয়েছে।
- ২.এই গাড়ির কার্ব ওয়েট 762 কেজি।
- ৩.Maruti Alto 800 গাড়িটির হাইট 1475 mm, লম্বা হল 3445 mm, উইডথ অর্থাৎ গাড়িটি চওড়া 1515 mm।
- ৪. এতে রয়েছে ৩৫ লিটারের ফুয়েল ট্যাংক।
- ৫.কমফোর্ট রাইডিং এর সুব্যবস্থা রয়েছে।গ্রাহক লং ড্রাইভে চাইলে আরামসে যেতে পারবেন।
দাম :
যে কোনো জিনিস কেনার ক্ষেত্রে সব থেকে আগে দরকার তার দাম জানা। Maruti Alto 800 মডেলটির দাম এক্স শোরুমে 5.55 লাখ টাকা।
ফাইন্যান্স প্ল্যান :
কেউ যদি চান তাহলে একসাথে এত টাকা না দিয়ে ফাইন্যান্স প্ল্যানে এই গাড়ি কিনতে পারেন।সেক্ষেত্রে গ্রাহককে ১ লাখ টাকা ডাউন পেমেন্ট করতে হবে।তারপর প্রতি মাসে ৯ হাজার ৬৭১ টাকা করে ১০ শতাংশ সুদের হারে ৫ বছরের জন্য দিতে হবে।শুধুমাত্র ১ লাখ ২৫ হাজার ৭৩ টাকা অতিরিক্ত দিতে হবে।