বর্তমান পরিবেশে গাছের উপকারিতা সম্পর্কে সকলেই অবহিত। একটি করে গাছ লাগালেও আমাদের পরিবেশের জন্য সেটি অনেকটাই উপকারী । অপরদিকে চারিদিকে মশার উপদ্রব ভীষণ বেড়ে গেছে। চারিদিকে ডেঙ্গু,ম্যালেরিয়া ইত্যাদির প্রকোপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে । এমন পরিস্থিতিতে জানা গেল এমন কয়েকটি গাছ রয়েছে সেগুলি যদি আপনার বাড়িতে থাকে তাহলে মশার উপদ্রব অনেকটাই কম থাকবে জেনে নেওয়া যাক সেই গাছগুলি কি কি।
আপনার বাড়িতে যদি ল্যাভেন্ডার গাছ থাকে তাহলে মশার উপদ্রব অনেকটা কম থাকবে। ল্যাভেন্ডার গাছ দেখতেও যেমন সুন্দর তেমন এই গাছ মশা তাড়াতেও বিশেষ উপকারী। কারন এই গাছ বাড়িতে থাকলে মশা টিকতে পারেনা। অপরদিকে বাড়িতে যদি রসুন গাছ থাকে তাহলে রসুনের তীব্র গন্ধ মশা সহ্য করতে পারে না। এই গন্ধে মশার উপদ্রব অনেকটা কম হয়। আবার লেমন গ্রাস এর তীব্র গন্ধ মশা সহ্য করতে পারে না ।তাই এই গাছ যদি আপনার বাড়িতে থাকে তাহলে আপনি মশার হাত থেকে রক্ষা পাবেন।
তাই অবিলম্বে মশার উপদ্রব কমাতে এবং পরিবেশকে স্বাভাবিক রাখতে আপনি চাইলে এই গাছগুলি আপনার বাড়িতে লাগান। যদি আপনার বাড়িতে অনেক জায়গা থাকে তাহলে এই গাছগুলি লাগানোর পক্ষে একেবারেই উপযুক্ত। তবে কম জায়গাতেও এই গাছগুলি লাগানো যাবে । এর ফলে এটি যেমন পরিবেশের পক্ষে ভালো হবে তেমনি বাড়িতে মশার উপদ্রব কমবে।