Reliance Jio 5G Offer: ভারতের বিভিন্ন মোবাইল নেটওয়ার্ক প্রদানকারী সংস্থাগুলির মধ্যে শীর্ষস্থানে রয়েছে রিলায়েন্স জিও (Reliance Jio)। এই টেলিকম সংস্থা ২২ টি টেলিকম সার্কেল জুড়ে কভারেজ সহ একটি জাতীয় LTE নেটওয়ার্ক পরিচালনা করে ৷ বর্তমানে, জিও (Jio) সারা ভারত জুড়ে 4G এবং 4G+ পরিষেবা এবং নির্বাচিত শহরগুলিতে বিনামূল্যে 5G পরিষেবা প্রদান করছে।
গত বছরের শেষের দিকে অনেকেই ভেবেছিলেন নতুন বছর থেকে জিও বিনামূল্যে 5G- এর ব্যবহার বন্ধ করে দেবে। তবে সেই জল্পনার অবসান ঘটিয়ে জানা গিয়েছে যে, ২০২৪ সালেও জিও তাদের বিনামূল্যে 5G পরিষেবা বহাল রাখবে অর্থাৎ এই বছরও ব্যবহারকারীরা বিনামূল্যে 5G পরিষেবা উপভোগ করতে পারবেন। এর পাশাপাশি জানা গিয়েছে যে, ২০২৫ সালের প্রথম দিকেও গ্রাহকরা বিনামূল্যে 5G পরিষেবা পাবেন।
Know About Reliance Jio 5G Offer
সম্প্রতি রাহুল যাদব নামক এক জিও ব্যবহারকারী এক সংবাদ মাধ্যমের কাছে ২,৯৯৯ টাকার প্রিপেড প্ল্যান রিচার্জের একটি স্ক্রিনশট শেয়ার করেছেন যা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে, ২,৯৯৯ টাকার রিচার্জ প্ল্যানের সঙ্গে বিনামূল্যে আনলিমিটেড 5G ডেটা ব্যবহারের সুবিধা ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত বৈধ থাকবে।
তবে গ্রাহকদের মাথায় রাখতে হবে জিও (Reliance Jio) যে কোনো সময়ে আনলিমিটেড 5G ডেটা ব্যবহারের সুবিধা প্রত্যাহার করে নিতে পারে। প্রাপ্ত স্ক্রিনশট থেকে অনুমান করা হচ্ছে, যদি কোনো ব্যবহারকারী জিও- এর ৩৬৫ দিনের কোনো প্ল্যান রিচার্জ করে থাকেন তবে ২০২৫ সাল পর্যন্ত রিচার্জ করার চিন্তা করতে হবে না তাকে। পাশাপাশি আগামী বছর পর্যন্তও ওই গ্রাহক আনলিমিটেড 5G ডেটা ব্যবহারের সুবিধা পাবেন সম্পূর্ণ বিনামূল্যে।
প্রসঙ্গত উল্লেখ্য, বিনামূল্যে 5G অফার ব্যবহার করার জন্য গ্রাহকদের ২৩৯ টাকা বা তার বেশি মূল্যের প্ল্যান রিচার্জ করতে হবে। এরপর 5G কভারেজ এরিয়ায় থাকলে জিও-র প্রিপেড এবং পোস্টপেইড উভয় গ্রাহকরাই আনলিমিটেড 5G ডেটা ব্যবহারের সুযোগ পাবেন।