ট্রেন্ডিং নিউজটেক নিউজবিনোদনভাইরাললাইফ স্টাইলঅফবিট

পয়লা বৈশাখে বাজারে এল Ronin- এর নতুন এডিশন; জানুন গাড়িটির ফিচারস সহ বিস্তারিত তথ্য

Updated on:

TVS Ronin Special Edition: উৎসবের মর্সগুজ চালু হতেই টিভিএস লঞ্চ করলো Ronin এর নতুন এডিশন। এটি আগের মডেলের থেকে অনেকাংশে আপগ্রেটেড, অত্যাধুনিক ফিচারস, লুক এবং দাম জানলেও অবাক হবেন। তাহলে জেনে নিন কি কি নতুন ফিচারস পাওয়া যাবে এই বাইক কিনলে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

TVS Ronin Special Edition Bike Features: 

Tvs
Tvs

গাড়িটির সামনে ফুল LED হেডলাইট রয়েছে। এছাড়া ব্লুটুথ মডিউল সহ অফ সেট LCD ইন্স্ট্রুমেন্ট ক্লাস্টার, ডবল চ্যানেল ABS, স্লিপার ক্লাচ ইত্যাদি ফিচার রয়েছে । এই বাইকে দুটি রাইডিং মোড রয়েছে-রেইন আর রোড।

TVS Ronin Special Edition-এ 225.9সিসি অয়েল কুল্ড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। যা 7,750 rpm-এ 20.2 bhp শক্তি ও 3,750 rpm 19.93 Nm টর্ক উৎপাদন করতে পারে। এই ইঞ্জিনের সাথে রয়েছে 5 স্পিড গিয়ার বক্স। এছাড়া এর সামনে রয়েছে আপ-সাইড ডাইন ফোর্ক আর পিছনে রয়েছে প্রি-লোড অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। সামনে রয়েছে 300 মিলিমিটারের ডিস্ক আর পিছনে রয়েছে 240 মিলিমিটারের রোটার।

TVS Ronin-এর স্পেশাল এডিশনে নতুন গ্রাফিক্স যুক্ত করা হয়েছে। এই মডেলে ট্রিপল টোন করা হয়েছে। প্রাথমিক রং হিসেবে গ্রে ব্যবহার করা হয়েছে। আর সেকেন্ডারি রং হিসেবে রাখা হয়েছে সাদাকে। এই বাইকটির ট্যাঙ্কে তৃতীয় টোনটি দেখতে পাবেন। আর বাইকটির পাশের প্যানেলে লাল রঙ করা হয়েছে। এই বাইকে ‘R’ লোগো রয়েছে। এই লোগোটির রং লাল।

Tvs
Tvs

TVS Ronin Special Edition Bike Price:

এই বাইকের চাকার রিমে ব্র্যান্ডিং রয়েছে। মডেলটির গাড়ির নীচের অর্ধেক অংশ কালো রঙের। এছাড়া হেডল্যাম্প বেজেলগুলির রং কালো থিমে রাখা হয়েছে। এই এডিশনে USB পোর্ট, ফ্লাইস্ক্রিণ আর আগে থেকেই ফিট করা EFI কভার রয়েছে। গাড়িটির এক্স শোরুম মূল্য 1 লাখ 72 হাজার 700 টাকা।

আরও পড়ুন: E-Luna: এইবার মাত্র ৫০০ টাকায় ঘরে আনুন দুর্দান্ত মাইলেজসম্পন্ন এই ইলেকট্রিক স্কুটার; জানুন বিস্তারিত

About Author
Tiyasha Sen

বিগত প্রায় ২ বছর ধরে কলকাতা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।

Leave a Comment