বলিউডের ( Bollywood) সফল অভিনেতাদের মধ্যে সবার প্রথমে যার নাম মনে আসে তিনি হলেন সালমান খান ( Salman Khan) । বর্তমানেও ব্যাচেলার তিনি অথচ চরমভাবে সফল এই অভিনেতা । প্রচুর সুপারহিট ( Superhit) ছবি তিনি দর্শকদের উপহার দিয়েছেন। তার ফ্যান ফলোয়ারস ( Fan followers) সংখ্যা প্রচুর। এহেন একজন সুপারস্টার ( Superstar) এখনো পর্যন্ত কেন ব্যাচেলর ( Bachelor) এই প্রশ্ন সকলের মনেই ঘোরাফেরা করে। কিন্তু এই প্রশ্নের সেরকম কোন উত্তর এখনো পর্যন্ত দেননি সালমান খান।
বর্তমানে তার বয়স ৫৬ বছর। তবে এখনো তিনি আইবুড়ো। এ প্রসঙ্গে তাকে জিজ্ঞাসা করলে কোনো রকম ভাবে তিনি এই প্রশ্ন এড়িয়ে যান ।বিভিন্ন বার বিভিন্ন বিতর্কের মধ্যে জড়িয়েছেন এই অভিনেতা। এছাড়াও বিভিন্ন নায়িকার সঙ্গে তার নাম জড়িয়েছে ক্যাটরিনা কাইফকে ( Katrina Kaif) ও তার বিয়ে করার প্রসঙ্গ উঠেছিল কিন্তু সেই বিবাহ শেষ পর্যন্ত হয়নি অন্য এক নায়িকাকেও তার বিবাহের প্রশ্ন উঠেছে।
তবে সালমান খান কেন এখনো পর্যন্ত বিয়ে করেনি এই প্রশ্ন যে শুধুমাত্র সালমান খানকে শুনতে হয় এমনটা নয়। এই প্রশ্নের মুখে পড়তে হয় সালমান খানের পিতা সেলিম খান ( Selim Khan) কেও। তবে এবারে সেলিম খান সেই প্রশ্নের উত্তর দিলেন ।তিনি বলেন যে সালমান খান এমন জীবনসঙ্গী চান যেই মেয়ের মধ্যে তিনি তার মাকে খুঁজে পাবেন । সেরকম কোন জীবনসঙ্গী এখনো পর্যন্ত সালমান খান পেয়ে ওঠেননি। সেই জন্যই এখনো পর্যন্ত অবিবাহিত রয়েছেন তিনি । সেলিম খানের এই উত্তর অনেকটাই আশ্বস্ত করেছে নেটিজেনদের।