বর্তমানে সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন প্রতিটি মুহূর্তে নিত্য নতুন সাধের ছবি থেকে শুরু করে ভিডিও কতকিছুই না ভাইরাল (Viral Video) হতে দেখা যায়। ফলে প্রতিদিন হাজার হাজার ভিডিও মুহূর্তেই আমাদের সামনে চলে আসে। তাই যত দিন যাচ্ছে ততই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সোশ্যাল মিডিয়ার ক্রেজ। একথা বলার অপেক্ষা রাখেনা যে এখন আট থেকে আশি
প্রতিটি মানুষই সোশ্যাল মিডিয়ার প্রতি ব্যাপকভাবে আকৃষ্ট হয়ে পরছে। ফলে প্রতিটি মানুষেরই সময় কাটানোর এক অন্যতম মাধ্যম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। আর এর প্রতি আকৃষ্ট হওয়ার এক অন্যতম কারণ হলো, ভাইরাল হওয়া বিভিন্ন ধরনের ভিডিও। যা প্রতিনিয়তই নজর কাড়ছে মানুষের। গোটা সোশ্যাল মিডিয়া ঘাটলে দেখতে পাওয়া যাবে সেখানে বিভিন্ন ধরনের ভিডিও রয়েছে, এবং মানুষ তাদের নিজেদের রুচি অনুযায়ী বেছে নিচ্ছে সেই সকল ভিডিওগুলো।
এই সোশ্যাল মিডিয়ায় মানুষ ছাড়াও বিভিন্ন পশুপাখি, জীবজন্তু, পোকামাকড় ছাড়াও বিভিন্ন ধরনের ভিডিও ছড়িয়ে ছিটিয়ে থাকলেও মূলত মানুষ যেই ভিডিওটি সবচেয়ে বেশি পছন্দ করে তা হলো বিভিন্ন পশুপাখিদের ভিডিও। এমনকি বহু মানুষ এমনও আছে যারা সোশ্যাল মিডিয়া খুলেই বসে থাকে এই সকল ভিডিওগুলো দেখতে। এবং তারফলে এই ধরনের ভিডিওগুলোর জনপ্রিয়তা থাকে অন্যান্য ভিডিও গুলির চেয়ে অপেক্ষাকৃত বেশি।
সম্প্রতি সেরকমই একটি ভিডিও ভাইরাল (Viral Video) হতে দেখা গেলো সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, একটি শালিক পাখি একেবারে হুবহু মানুষের স্বর নকল করে কথা বলছে। এবং এই ভিডিওটিতে শালিক পাখিটির পাশাপাশি এক ভদ্রমহিলাকেও দেখতে পাওয়া যায়। জানা গেছে, খুব সম্ভবত সেই মহিলাই ওই পাখিটির মালকিন। ভিডিওটিতে দেখা যাচ্ছে, ওই মহিলাটি ঠিক যখনই ওই পাখিটিকে ‘মা’ বলতে বলছে, অমনি পাখিটিও অনর্গল ‘মা’, ‘মা’ বলে ডাকছে।
সাধারণত এর আগে টিয়া, ময়না, কাকাতুয়া ইত্যাদির মতো পাখিদেরকে এইভাবে কথা বলতে দেখা গেছে। কিন্তু এই প্রথম কোনো শালিক পাখির কথা বলার ভিডিও প্রকাশ্যে এসেছে। আর শালিক পাখিও যে এভাবে অবিকল মানুষের মতো কথা বলতে পারে তা দেখে রীতিমতো অবাক সোশ্যাল মিডিয়ার একাধিক নেটিজেন।
বছরখানেক আগে ‘মরুনি পাখী’ নামে একটি ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়। এবং ভিডিওটি আপলোডের সাথেসাথেই সেটি নিমেষের মধ্যে গোটা সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে। জানা গেছে, এখনও পর্যন্ত প্রায় ১ লক্ষেরও বেশি মানুষ ইউটিউবে এই ভিডিওটি দেখে ফেলেছেন। পাশাপাশি ভিডিওটিতে (Viral Video) লাইকও এসেছে প্রায় কয়েকশো। তাই একথা বলার অপেক্ষা রাখেনা, যে নেতিজেনদের প্রায় প্রত্যেকেরই এই শালিকের কথা বলার ভিডিওটি ব্যাপকভাবে নজর কেড়েছে।