ট্রেন্ডিং নিউজটেক নিউজবিনোদনভাইরাললাইফ স্টাইলঅফবিট

এক শালিক দেখলে দিন খারাপ যায়, জেনে রাখুন কেন অশুভ বলা হয়, সবই আছে জ্যোতিষশাস্ত্রে, জেনে নিন আসল সত্য

Published on:

আজ আমরা আপনাদের সাথে এমন কিছু প্রচলিত সংস্কার নিয়ে কথা বলব যাকে অনেকেই কুসংস্কার মনে করেন। কিন্তু এগুলো কুসংস্কার জেনেও আজও অনেকে মেনে চলেছেন। গ্রাম বাংলার বুকে সাধারণ মানুষের মনে পশুপাখিদের ঘিরে বেশকিছু ধ্যান-ধারণা ঘুরে চলে। সেই সব ধ্যান-ধারণার মধ্যে থেকেই কয়েকটি আজ আমরা আপনাদের সামনে তুলে ধরছি। তবে এর কোনো যোগাযোগ বাস্তবে সাথে আছে কিনা তা আমাদের জানা নেই।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

১. জোড়া শালিক :- অনেকেই সকালে এক শালিক দেখলে তাকে অশুভ মনে করেন। কেউ কেউ ভাবেন এক শালিক আর অর্থ ঝগড়া হওয়া। আর দুই শালিক দেখা অত্যন্ত শুভ। কিন্তু অনেকের মতে শালিক পাখি বেশিরভাগ সময় জোড়াতেই ঘোরে। তাই এক শালিক দেখলে মনে অশুভ চিন্তা চলে আসে।

২. কাক ডাকা :- বাড়িতে কর্কশ স্বরে কাক ডাকলে অশুভ মনে করা হয়। অনেকেই ভাবেন কাক অশুভ বার্তা বয়ে আনে। আর কোনোভাবে যদি কাকের মল কারোর গায়ে পড়ে তাহলে তা অশুভ মনে করা হবে।

৩. গরু :- সনাতন ধর্মে গরুকে অনেক উঁচু স্থান দেওয়া হয়েছে। গরুকে সৌভাগ্যের প্রতীক মনে করা হয়। আসলে গরু তার জীবত কালে বহু মানুষের উপকার করে। আর শ্রীকৃষ্ণ গো-পালক ছিলেন। তাই গরুকে এত সম্মান দেওয়া এর অন্যতম কারণ। তাই কোন কাজে যাওয়ার আগে গরু দেখতে পাওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয়। গরুর সেবা করাও অত্যন্ত ভালো।

৪. যেকোনো পাখি :- মনে করা হয় কোন পাখি মানুষের মাথার উপর দিয়ে উঠলে তা অশুভ। কিন্তু সেই পাখি যদি মানুষের গায়ে মলত্যাগ করে তাহলে তা শুভ।

৫. প্রজাপতি :- বাড়িতে প্রজাপতি প্রবেশ করা অনেকেই শুভ বলে মনে করেন। কিন্তু এই শুভ তখনই অশুভ হয়ে যায় যখন কেউ প্রজাপতিকে জোর করে ধরে রাখতে চাই।

এই ধরনের আরো প্রতিবেদন করতে আমাদের পেজটিকে ফলো করতে ভুলবেন না।

About Author
Tamalika Sengupta

বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।