ট্রেন্ডিং নিউজটেক নিউজবিনোদনভাইরাললাইফ স্টাইলঅফবিট

VF 3 Mini: মাত্র ৬০ মিনিটেই রেকর্ড বুকিং! একবার ফুল চার্জে ছুটবে 201 কিলোমিটার! স্মার্ট ফিচারস সহ বাজারে আসছে নতুন এই গাড়ি

Published on:

VF 3 Mini: বর্তমানে ইলেকট্রিক গাড়ির চাহিদা অনেকটাই বেড়ে গিয়েছে।আর চাহিদার কথা মাথায় রেখে প্রায়ই লঞ্চ হয়ে চলেছে একাধিক ইলেকট্রিক গাড়ি। সম্প্রতি VinFast নিয়ে এসেছে নতুন কম্প্যাক্ট ইলেকট্রিক SUV। সামনেই লঞ্চ হতে চলেছে এই নতুন ইলেকট্রিক গাড়ি। আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ভারতে পা রাখছে আন্তর্জাতিক ব্র্যান্ড ভিনফাস্ট। তারাই এবার লঞ্চ করবে মিনি ইলেকট্রিক SUV। আয়তনে ছোট হলেও পারফরম্যান্স দুরন্ত। লুকে হার মানাবে নামী দামি গাড়িকেও। ফুল চার্জ দিলে ছুটবে 201 কিলোমিটার। এটি দেশে এমজি কমেট গাড়িটিকে চ্যালেঞ্জ দিতে পারে। এ বছর বিশ্বব্যাপী উন্মোচন হয়েছে ভিনফাস্ট মিনি ই-এসইউভি।

ইতিমধ্যে এই ইলেকট্রিক গাড়ির বুকিং শুরু হয়ে গেছে। বুকিং শুরুর কিছুক্ষণের মধ্যেই প্রচুর পরিমাণ বুকিং জমা পড়েছে। কয়েক ঘণ্টার মধ্যেই এই ইলেকট্রিক গাড়ির 27 হাজার ইউনিট বুকিং জমা করেছে। তবে গাড়িটি প্রি-অর্ডারে নিতে গেলে আপনাদের নন-রিফান্ডেড আর নন-ট্রান্সফারেবল অ্যামাউন্টে বুকিং করতে হবে। এই ধরনের নিয়ম থাকা সত্ত্বেও প্রচুর পরিমাণ বুকিং জমা পড়েছে।

আরও পড়ুন: MG Astor Facelift: নজরকাড়া লুকে প্রকাশ্যে এল এমজি অ্যাস্টর ফেসলিফ্ট; বদল হলো অনেক কিছুই!

VF 3 Mini: ফিচার্স:-

সংস্থার দাবি, গাড়িটি ফুল চার্জে 201 কিলোমিটার পথ যেতে পারে। সিটি রাইডিংয়ের ক্ষেত্রে চালক ও যাত্রীদের বিনোদনের জন্য একাধিক ফিচার্স যুক্ত করা হয়েছে গাড়িতে। যেমন পাবেন 10 ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, অ্যাপল কারপ্লে ও অ্যান্ড্রয়েড অটো কানেক্টিভিটি, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, টু স্পোক স্টিয়ারিং হুইল এবং ক্রূজ কন্ট্রোল। গাড়ির দ্বিতীয় সারির যে আসন রয়েছে সম্পূর্ণ ফোল্ড করা যাবে। ফলে বুট স্পেস বেশি পাওয়া যাবে। গাড়ির সর্বমোট বুট স্পেস 550 লিটার। নিত্য যাত্রীদের জন্য এই গাড়ি কার্যকর এবং আরামদায়ক বলে দাবি করেছে সংস্থা। দুটি দরজা রয়েছে গাড়িতে। মিলবে 16 ইঞ্চি চাকা।

VF 3 Mini: দাম:-

VF 3 Mini ইলেকট্রিক SUV মডেলটি 2025-এর শেষ দিকে ভারতের বাজারে গ্রাহকদের কাছাকাছি আসবে। এর দাম হতে পারে 9 লাখ টাকা থেকে 12 লাখ টাকার মধ্যে।

About Author
Tiyasha Sen

বিগত প্রায় ২ বছর ধরে কলকাতা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।

Leave a Comment