ট্রেন্ডিং নিউজটেক নিউজবিনোদনভাইরাললাইফ স্টাইলঅফবিট

MG Astor Facelift: নজরকাড়া লুকে প্রকাশ্যে এল এমজি অ্যাস্টর ফেসলিফ্ট; বদল হলো অনেক কিছুই!

Published on:

MG Astor Facelift: সম্প্রতি নতুন এমজি অ্যাস্টর ফেসলিফ্টের একটি ছবি প্রকাশ্যে এনেছে কোম্পানি,যা দেখে চোখ ফেরানো যাচ্ছে না।সিনেমায় দেখানো ফিউচারিস্টিক গাড়ির মতোই লাগছে দেখতে এই গাড়িটি।এই ছবি প্রকাশ্যে আসতেই ভ্লগাররাও মডেলের প্রশংসা করতে শুরু করে দিয়েছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কেমন লাগছে নতুন MG Astor ফেসলিফ্ট (MG Astor Facelift) আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক। এই কমপ্যাক্ট SUV-এর সামনের দিকে চেহারায় বেশ খানিকটা বদল এসেছে। নতুন MG Astor গাড়ির সামনে একটি নতুন লুক দেওয়া হয়েছে যা এখনকার বাজারে কোনো গাড়ির সাথেই মেলে না।কোম্পানি গাড়িটির ডিজাইনে একটি নতুন প্যাটার্ন ও হেডল্যাম্পের স্মুদ সেট দিয়েছে , যা গ্লস কালো উপরের গ্রিলের সঙ্গে যুক্ত রয়েছে। ছবিতে এমনটাই দেখা যাচ্ছে।

MG Astor Facelift Specification:
MG লোগোটি এবার গ্রিলের মাঝখানে দেওয়া হয়নি,তার বদলে গাড়ির সামনে দেওয়া হয়েছে।গাড়িতে (MG Astor Facelift) নতুন ক্ল্যাডিংয়ের পাশাপাশি নতুন চাকাও দেওয়া হয়েছে। অ্যাস্টরের সাইড ভিউ একই রাখা হয়েছে। পিছনের স্টাইলেও অবশ্য কোনো রকম পরিবর্তন করা হয়নি।

গাড়ির স্টিয়ারিং হুইল একই রকম দেখতে রয়েছে। কিন্তু গাড়ির কেবিনটি দেখতে সম্পূর্ণ নতুন রকম, সেখানে ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এবং নতুন টাচস্ক্রিন এনেছে এমজি। স্ক্রিনটিও আগের থেকে বেশ বড় দেখাচ্ছে। সেন্ট্রাল কনসোলটি নিয়ন্ত্রণ করার জন্য একটি নতুন সেট যুক্ত করেছে কোম্পানি। সেন্টার কনসোলে উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে, এখন একটি ইলেকট্রনিক পার্কিং ব্রেক এবং একটি পুনরায় ডিজাইন করা স্বয়ংক্রিয় গিয়ার লিভার অন্তর্ভুক্ত করা হয়েছে।

আরও পড়ুন: Maruti Suzuki Electric Car: একবার সম্পূর্ণ চার্জে ছুটবে ৫৫০কিমি! আগামী বছরই বাজারে প্রথম ইলেকট্রিক গাড়ি আনছে মারুতি!

অফারে বৈশিষ্ট্যগুলির একটি দীর্ঘ তালিকা থাকবে যা আমরা লঞ্চের কাছাকাছি জানতে পারব।এছাড়াও গাড়িটিতে সিটের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।আশা করা যাচ্ছে ইঞ্জিনের বিকল্পগুলি একই থাকবে ,তবে MG যদিও গিয়ারবক্স বিকল্পগুলির ক্ষেত্রে পরিবর্তন করতে পারে। ভারতে তাদের প্রতিযোগিদের আটকাতেই এই নতুন Astor আনছে কোম্পানি এমনটা বলাই যায়।

About Author
Tiyasha Sen

বিগত প্রায় ২ বছর ধরে কলকাতা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।

Leave a Comment