ট্রেন্ডিং নিউজটেক নিউজবিনোদনভাইরাললাইফ স্টাইলঅফবিট

WB School Teacher Recruitment: এইবার বিভিন্ন স্কুলের শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি রাজ্যের; জানুন কীভাবে করবেন আবেদন? প্রার্থীদের ন্যূনতম যোগ্যতা বা কী হবে! 

Published on:

WB School Teacher Recruitment 2024: আবার চাকরী প্রার্থীদের জন্য সুখবর। এইবার মাধ্যমিক পাশেই রাজ্যের বিভিন্ন স্কুলগুলিতে করতে পারবেন আবেদন (WB School Teacher Recruitment) তেমনই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানেন কীভাবে করবেন আবেদন? কত টাকা বেতন পাবেন? কারা আবেদন করবেন? আজকের প্রতিবেদনে জেনে নিন বিস্তারিত। 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Wb School Teacher Recruitment
Wb School Teacher Recruitment

WB School Teacher Recruitment:

পদের বিবরণ: 

রাজ্যের বিভিন্ন স্কুল গুলিতে বিভিন্ন পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তার মধ্যে রয়েছে মিউজিক টিচার গ্রুপ বি (Music Teacher Group B), অ্যাকাউন্ট্যান্ট গ্রুপ সি (Accountant Group C), প্রিন্সিপাল গ্রুপ এ(Principle Group A)। ইচ্ছুক প্রার্থীদের এই সকল পদে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা:  

মিউজিক টিচার গ্রুপ বি পদে আবেদনের জন্য কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে এবং মিউজিকের ওপর জ্ঞান অবশ্যই থাকতে হবে।

অ্যাকাউন্টান্ট গ্রুপ সি পদে আবেদনের জন্য প্রার্থীদের অবশ্যই স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কাউন্সিল কর্তৃক একটি ইনস্টিটিউট থেকে মানসিক প্রতিবন্ধী ডিপ্লোমা ডিগ্রি অর্জন করতে হবে।

প্রিন্সিপাল গ্রুপ এ পদের জন্য প্রার্থীদের কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ হতে হবে এবং হিসেব বিজ্ঞানের জ্ঞান থাকতে হবে। এছাড়া ৪০ W.P.M দিয়ে টাইপ করার জ্ঞান থাকতে হবে।

বয়সসীমা:

  1. প্রিন্সিপাল গ্রুপ এ – এই পদের জন্য আবেদনকারীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে।
  2. অ্যাকাউন্টান্ট গ্রুপ সি – এই পদের জন্য যারা আবেদনকারীর বয়স ৪০ হতে হবে।
  3. মিউজিক টিচার গ্রুপ বি – এই পদের জন্য আবেদনকারীর বয়স ৩৯ হতে হবে। 

বেতন:

  • অ্যাকাউন্টান্ট গ্রুপ সি: এই পদে নির্বাচিত ব্যক্তিদের মাসিক ৫৬,১০০ থেকে ১,৪৪,৩০০ টাকা বেতন দেওয়া হবে।
  • মিউজিক টিচার গ্রুপ বি:  এই পদের জন্য নির্বাচিত ব্যক্তিদের মাসিক ২৮,৯০০ টাকা থেকে ৭৪,৫০০ টাকা পর্যন্ত বেতন ধার্য করা হয়েছে।
  • প্রিন্সিপাল গ্রুপ এ:  এই পদের জন্য আবেদনকারীদের ২২,৭০০ টাকা থেকে ৫৮,৫০০ টাকা পর্যন্ত বেতন ধার্য করা হয়েছে।
Wb School Teacher Recruitment
Wb School Teacher Recruitment

How To Apply?

জেনে নিন আবেদন পদ্ধতি:

অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তি থেকে আবেদন পত্র প্রিন্ট আউট(Print out) করে গুরুত্বপূর্ণ নথি সহকারে নির্দিষ্ট দিন, নির্দিষ্ট সময়ে উপস্থিত হতে হবে।

আবেদনের তারিখ – ০৫.০৩.২০২৪ তারিখ থেকে আবেদন শুরু হবে।

আবেদনের শেষ তারিখ – ৩১.০৩.২০২৪ তারিখ আবেদন করার শেষ সময়।

আরও পড়ুন: Bajaj Platina 110: এইবার মাত্র ৮০০০ টাকাতেই কিনে নিন দুর্ধর্ষ ফিচারস সহ বাজাজের এই বাইকটি; জানুন বিস্তারিত

 

 

About Author
Tiyasha Sen

বিগত প্রায় ২ বছর ধরে কলকাতা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।

Leave a Comment